এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
stbr কলিযুগ । ব্রাহ্মেরা নিন্দিল কত “পথভ্রষ্ট” ব’লে, “মতিচ্ছন্ন”কেহ বা বলিল ; কিন্তু নিরপেক্ষ যা’রা উন্নতি হেরিয়া ধন্য ! ধন্য ! ঘোষিতে লাগিল । যোগেতে-ভক্তিতে-প্রেম আশ্চৰ্য্য প্রভাব প্রকটিত যাহা বিজয়েতে, ( এই) কুশিক্ষার-যুগে তাহা অতীব বিরল অবনত ভারতবর্ষেতে । রামকৃষ্ণ সনে সৰ্ব্ব বিষয়েতে ঐক্য ; র্তাহার চরণ রেণু শিরে সতত লইতেন সিদ্ধ বিজয় গোসাই ভক্তি-পূর্ণ পবিত্র অন্তরে। “জাতি-জীব-বিশেষে সব ভিন্ন-ভিন্ন পথ —“হলোয়ে-পিল” কোথাও নাই “ধৰ্ম্মের জগতে, দিতে মুক্তি সকল জীবেরে ।” উভয়ের উপদেশ তা’ই । “নিরাকার, সাকার-মূরতি, অবতার, যা’রে যেবা ভজি’ছে যে ভাবে, “সকলেই ঠিক আপনাপন পথেতে । কাহাকেও কভুনা নিন্দিবে।”