পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । چه ون সেও বাজী এও বাজী, সেই এক কারসাজ, কিছু অার না দেখি নূতন । তবে ইহাদের ভোলে কেন লোকে মরে ভু’লে ? বুঝিতে না পারি কিছু মোরা । হোসেনকেও কোন ঠাই ধরিবারে পারে নাই, তা’র বাজী দেখেছিল যারা ; যদি এই বাজীকরে এত লোকে পূজা করে, হোসেন কি দোষ ক’রেছিল ? চশিক্ষিত বলে বুঝি, তা’র বাজী শুস্থ বাজ, ইহাদের বাজী ধৰ্ম্ম হ’ল । বড় দুঃখ হয় মনে, শিক্ষিত শ্বেতাঙ্গগণে এইরূপে ভুল বুঝাইবে । g কোথায় ভাল শিখা’বে, সত্যপথ দেখাইবে, # তা না ক’রে মোহেতে ফেলিবে ।