পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । * সে সব লোকের কাছে সম্মান পাইবে দেবতা ভাবিয়া তারা চরণ পূজিবে : সচন্দন-পুষ্প ল’য়ে যেরূপ সাদরে হিন্দু নরনারী পূজে স্বৰ্গীয় অমরে, সেইরূপ ভক্তি পাবে মুঢ়জন মাঝে ; হেথায় চলে না মেকি আর্যের সমাজে । আর্য্যশাস্ত্র মহাকষ্টি সোণাধরা-কল অবহেলে ধ’রে ফেলে কৃত্রিম-নকল । যে ক’জন ভক্ত গেছে তোমাদের দলে উপযুক্ত আৰ্যস্থত নয় কোন কালে , স্তমহাপণ্ডিত জ্ঞানী আৰ্য্য ঋষিগণ, তাহাদের বংশে জন্মিয়াছে যেই জন, সে কি কভু বায় ছুটে পরের দুয়ারে, গৃহে রত্বরাজি ফেলে, ভিক্ষা করিবারে ? কেহ বলে যে দেশেতে শ্ৰীচৈতন্য-শাক্য-অবতার, অলৌকিক ভ্রাতৃভাব করিয়া প্রচার, অদ্ভূত প্রেমের পথ করি আবিষ্কার, একজাতি একধৰ্ম্ম ভারতে সবার করিবারে বহু যত্ন-প্রয়াস পাইল ; তথাপি তাদের চেষ্টা বিফল হইল :