পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতীন্দ্রিয় শক্তি । “Modern Science is only rediscovering the discoveries inade by the ancients and which have since been forgotten." যাহা কিছু আমরা বুঝিতে না পারি বা আমাদের দ্বারা সম্যক-পরিজ্ঞাত প্রাকৃতিক নিয়মাবলীর বহির্ভূক্ত বলিয়া বিবেচনা করি, তাহ হয় অলীক অস্বাভাবিক বলিয়া উড়াইয়া দিই, অথবা লোকচক্ষুর অগোচর কোনপ্রকার দৈবশক্তি সস্তৃত বোধে তৎসম্বন্ধে আলোচন-অনুসন্ধানে পরায়ুখ থাকি। পরস্তু আ’জকা’ল বিজ্ঞ প্রবীণ বৈজ্ঞানিক পুরুষগণ এবহুপ্রকার ঘটনাসমূহকে বিশ্লেষণ করতঃ উহাদিগকে মধুনা-আবিষ্কৃত নৈসর্গিক নিয়মাদির অধীনে আনিতে চেষ্টা করিতেছেন, এবং তাহীদের সেই চেষ্টা ফলবতীও হইতেছে। অবশু এই শ্রেণীর বুধগণ সমস্তই ইউরোপীয় ; আমাদের দেশের বর্তমান অবস্থায় ওরূপ ধীমান নিতান্ত বিরল । * কারণ, প্রকৃত বৈজ্ঞানিক পুরুষ হইবার জন্য যে প্রণালীতে শিক্ষা আবগুক, তাহার ব্যবস্থা ভারতে এ পর্যন্ত

  • আমাদের এই হীনাবস্থাতেও যখন ডাক্তার প্রসন্নকুমার রায় ও ডাক্তার প্রফুল্লচন্দ্র রায় অধ্যাপক্ষদ্বয়ের মত বৈজ্ঞানিক গবেষক অতুল প্রতিভা দ্বারা দিগন্তব্যাপী প্রতিপত্তি লাভ করিতেছেন, তখন বিলক্ষণ আশা করা যায়, এ দুৰ্দ্দিন শীঘ্ৰ কুরাইবে।