পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- शूछझ्कन्नैिक ! - - : లి প্রোত্রিয়ের সন্তান। কিন্তু আশ্চর্য এক্ট, শলিক এরূপ উচ্চকূলজাত হইয়াও বসন্তসেনার দাসী মদনিকার পাণিগ্রহণ করে। বসন্তসেনা যখন মদনিকাকে মুক্ত করিয়া দিলেন, তখন মদনিক ক্ৰন্দন করতে করিতে এই কথা বলিয়া । প্তাহার পায়ে পতিত হইল যে আর্য্যা আমাকে পবিত্যাগ করিলেন । তখন বসন্তসেন মদনিককে বলিলেন, তুমিই এক্ষণে আমার পূজনীয় হইলে । অ তএব যাও গাড়ীতে আরোহণ কর, আমাকে স্মরণ করিও । শৰ্ব্বিগক । বিদায় কালে মদনিককে বলিল, তুমি বসন্তসেনাকে ভালরূপে দেখিয়া লs । মস্তক নত করিয়া ইহাকে প্রণাম কর, যাহা হইতে তুমি হুলভ বধৃশব্দ প্রাপ্ত হইলে । বধূশব্দ দ্বারা প্রমাণ হইতেছে, শৰ্ব্বিলক মদনিকার পাণিগ্রহণ করিয়াছিল। বিবাহিত স্ত্রী ব্যতিরেকে মনোর প্রতি বধুশৰু প্রযুক্ত হয় না । র্কিলক মদনিকাকে যে বিবাহ করে, তাহার আর একটা প্রমাণ এই, শৰ্ব্বিলক যখন মদনিকাকে শকটে করিয়া লইয়া যাইতেছিল, সেই সময়ে রাজকিঙ্করেরা এই ঘোষণা করিয়া দেয়, গোপালপুত্র আর্য্যক রজ হইবেন, সিদ্ধ ব্যক্তিরা এই আদেশ করিয়াছেন । রাজা পালক এই বাক্যে প্রত্যয় করিয়া ভীত হইয়াছেন। অতএব তিনি আভীরপল্লী হইতে আর্য্যককে আনা ,हेत ঘোর কারাগারে রুদ্ধ করিয়াছেন । অতএব রক্ষিপুরুষসকল তোমরা আপন আপন স্থানে সাবধান হইয়া রক্ষণকাৰ্য্য সম্পাদন করিবে । শৰ্ব্বিলক এই কথা শুনিয়া বলিল, কি রাজা পালক আমার প্ৰিয় বৃহৎ আর্যাককে কারাগারে বন্ধন করিয়াছে । এক্ষণে স্ত্রীবিশিষ্ট হইয়াছি। কি কষ্ট্রের বিষয় । অথবা জগতে মানুষের বন্ধু ও বনিতা এই দুটা প্রিয় । কিন্তু বৃক্ষণে সুক্ষরী: শতাপেক্ষাও স্বন্ধং শ্রেষ্ঠ, এই কথা কহিয়া সে শকট হইতে অবতীর্ণ হইল। মদনিক সাশ্রলোচনে অঞ্জলি বন্ধন করিয়া কছিলেন, আর্য্যপুত্র আমাকে গুরুঞ্জনের নিকটে পাঠাইয়া দিন। আর্য্যপুত্রশখ পত্রিণেতা ভিন্ন অনা ব্যক্তিতে প্রযুক্ত হয় না। মদনিকার বাক্যদ্বারা এ সিদ্ধান্ত করাও সঙ্গত হইতেছে না যে শৰ্ব্বিলক মসংপথাবলম্বী হইয়াছিল, অতএব সে বেশ্যার পাণিগ্রহণ করিয়া স্বতন্ত্রভাবে অবস্থিতি করে। তাছার পিত্রাদি গুরুজন তাহার সহিত আচার ব্যবহার করে নাই। তাই বা কিরূপে বলি। মদনিক গুরুজনের নিকটে তাহাকে লইয়া যাইবার কথা কহিতেছে। যাহা হউক, শৰ্ব্বিলক উচ্চকুলসস্থত হইয় যে বেশ্যার পাণিগ্রহণ করিয়া ভাহাকে লইয়া সে ঘরগংলার করে বঙ্গদেশের ভয়সমাজে এগ্রকার ব্যবহার দেখিতে পাওয়া ( ১৫ )