যোগতত্ত্ব। ১১৭ ভূকৈলাসের প্রসিদ্ধ ভূস্বামিগণ সমাহিতচিত্ত এক জন যোগিকে জানিয়াছিলেন। সেই মহাত্মা সুন্দরৰনে দৃষ্ট হন। কথিত আছে, তিনি অনাহারে স্বচ্ছন্দে প্রাণধারণ করিতে পারিতেন। রণজিৎ সিংহের রাজত্বকালে সমাধি সিদ্ধ একজন যোগী চল্লিশ দিন মৃত্তিকামধ্যে প্রোথিত ছিলেন, তাহাতে তাহার জীবনের প্রতি কোন ব্যাপাত হয় নাই । টাউনসেও নামক একজন ইংরাজ সৈনিক স্বেচ্ছানুসারে আপনারে স্পন্দরহিত মৃতদেহের ন্যায় করিতে পারিতেন এবং মনে করিলে পুনৰ্জ্জীবিত হইতেন । আমরা স্বচক্ষেও এরূপ অনেক আশ্চৰ্য্য ব্যাপার দেখিয়াছি। ফলতঃ ৰোগসাধন দ্বারা যে আয়ুর বৃদ্ধি হয় এবং অল্পাহারে প্রাণরক্ষ হইতে পারে, তাহাতে আর সন্দেহ নাই । অনেকে আপনাকে যোগসিদ্ধ বা পিচাশসিদ্ধ তাণ করিয়া লোকসমাজে যে অলৌকিক কাজ দেখান, সেগুলি কেবল প্রতারণামাত্র। যোগসাধনেৰ সঙ্গে তাহার কোন সম্বন্ধ নাই । তবে দ্বারে দ্বারে হাড় দিয়া ফেল কি না দেখাইয় এক স্থানে সভ্য ভব্য বেশে ধৰ্ম্মের দোছাই দিয়া চাতুরী করা,—এই মাত্র ইহার গৌরর। কলিকতানিবাসী অনেকেই হোসেন খার অদ্ভুত ক্রিয়া কাও দেখিয়াছেন। তিনি এক স্থানে বসিয়া নানাবিধ দ্রব্য আনিয়া দিতেন। অনেক হুচতুর ব্যক্তির সম্মুখে তিনি কত আশ্চৰ্য্য আশ্চৰ্য্য কাজ করিয়া গিয়াছেন, কিন্তু কেহই ঠাহার কৌশলের ভিতর প্রবেশ করিতে পারেন নাই। যাহা হউক, সেই কাজগুলি ভেলকি ভিন্ন আর কিছুই নয়। বোম্বাই নগরের অধুনাতন থিওসফিক্যাল সম্প্রদায়ের এক মহিলা এই শ্রেণীভুক্ত। তাহার কুহকে কৰ্ম্মদক্ষ স্থপণ্ডিত রাজপুরুষদিগেরও মাথা ঘুরিয়া গিয়াছে। মায়াৰিনী প্রতারণার কি যে মোহিনী শক্তি,-বিদ্যা বুদ্ধি সকলই তাহার নিকট পরাভব মানে । । . 6शांश्रजाशम 2थांम श्रांप्लेौ स्रान्न विङङ । सृशीं » बभ, २ निब्रभ, ७ श्रांनम 8 थानाबांम, * अङाशब, ७ थांब्रभl, १ वTान ७वः ४ नमाधि । ১ যম। পাঁচটা গুণ এই অঙ্গের অন্তভূর্ত। যথা-অহিংসা, সত্যৰাক্যকথন, অচৌর্য, ব্রহ্মচৰ্য্য এবং অপরিগ্রহ। । যমাঃ পঞ্চৰহিংসাদা অহিংসা প্রাণ্যছিংসনং। । गङाः डिहिङ१ वाकबिजानिः । । * - যোগধরায়ণ সংশীল সাধু ব্যক্তি প্রাণবধাদি কোন প্রকার হিংসা করি বেন না। সত্য যেন ভাষার প্রাণ ও জীবন হয়। লোভপাত হইয়া কাহারণ
পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/১১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।