$88 কল্পদ্রুম । ব্ৰহ্ম। ত্ৰিজটার ছেলেদের কাচ পাকা পরে ধরে খাওয়া সাঙ্গ না হওয়া পর্যন্ত । অর্থাৎ এমন এক সময় উপস্থিত হইবে যে, ইংরাজরাজ পাপী দমনে অসমর্থতা হেতু বিরক্ত হইয়া ভারত পরিত্যাগ করিয়া পলাইবেন । ঠিক সেই সময়ে ত্রিজ টার ছেলেরা সাগর পার হয়ে এসে মানুষগুলোকে ধরে ধরে খেতে থাকবে । - এই সময় বংশীধ্বনি করিতে করিতে একখানি এঞ্জিন ( কল ) নক্ষত্র বেগে ছুটে আসিতেছে দেখিয়া দেবগণ দ্রুত গিয়া টেণে উঠিলেন । কলখ.নি উপস্থিত হইয়ই “ গপৎ ” শব্দে টে,ণ থানাকে গেথে নিয়ে “ হুপান্থপ গুপাগুপ ” শব্দে ছুটতে লাগিল । বরুণ কহিলেন “ ঐ যা ! ঠাকুরদাদার তামাক খাবার তোজদান বন্দুক শোণকে দিয়ে আসতে ভুলে এলাম । বাপ ! সমস্ত পথটা কেবল তামাক রে, কন্ধে রে, নল রে, করে জালাতন করে মেরেচেন । ব্ৰহ্ম । কেন বরুণ ! শোণকে আমার তামাক থাবার যন্ত্র তন্ত্রগুলি দিতে 5 Bs 2 বরুণ । যাচ্চেন কোথায় জানেন না ? এ সব সভ্য দেশ, এবা ঘন ঘন তামাক খেলে বড় চটে। ব্ৰহ্ম । দেখ বরুণ ! সভ্যের। আমার ঘন ঘন তামাক খা গুয়া দেখে চটেন চট্ট বেন। কি করবো ভাই হাত নাই, যখন আমি আহাম্মুকি করে ও ছাই ভস্ম স্বষ্টি করে ফেলেছি, তখন আমাকে এক ছিলিমের স্থানে বিশ ছিলিম পোড়াতে হবে । এতে নিনা হয় নাচার । - ক্ৰমে ট্রেণ দানাপুর অতিক্রম করিয়া বাঁকীপুরে আসিয়া উপস্থিত হইল। দেবগণ নামিয়া ষ্টেষণের বাহিরে চলিলেন। গেটের বাহিরে গিরা দেখেন অসংখ্য একা এবং বহুসংখ্যক গয়ালী ও চৌবে ( ২ ) পাণ্ডারা যাত্রীর জন্য অথেহ্মা করিতেছে। গয়ালীদিগের যেমন চেহারা তেমনি সাজ পোশাক । শীত প্রযুক্ত প্রত্যেকেরই গাত্রে কম্বল জড়ান, তাহ আবার দৃঢ় করিয়া রাখিবার জন্য এক একখানি মোটা ময়লা বস্ত্রের দ্বারা বন্ধন করা হইয়াছে। সকলেরই স্কন্ধে এক এক গাছি মোট বাশের লাঠি। লাঠির অগ্রভাগে এক এক ষোড়া দুই হাত আড়াই হাত আন্দাজ মহিষ চৰ্ম্মনিৰ্ম্মিত مسلمہ ء • مہمعصیز SDS DB BBB DDttB BBB BB BB BBBS DD DDB BBBB HDB BBB উপস্থিত থাকে । - - •
পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/১৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।