পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8b" কল্পদ্রুম। লোকে গদাধরের পাদপদ্মে পিও দান করে কেন? রাস্ত ঘাটে যেখানে সেখানেত পিণ্ড দিলে হতে পারে ? - বরুণ। গদাধরের মন্দিরে পিও দিতে না যাইলে পাণ্ডাদিগের ফাঁদে পা পড়ে কৈ ? ব্ৰহ্মা। দেখ ইন্দ্র! আমার মনুষ্যেরা যেমন কথায় কথায় পাপ করে তেন্নি তাহাদের উদ্ধারের কত সহজ উপায় রহিয়াছে। বরুণ। উপায় রহেছে সত্য কিন্তু উদ্ধার করে কে ? কুলাঙ্গার পুত্রেরা এসব মিথা বলিয়া উড়ায়ে দেয়, কেবল কতকগুলি বিধবা মেন্থের দ্বারায় সময়ে সময়ে উপকার হইয়া থাকে। এই সময়ে পাশের ঘর হইতে বামাকণ্ঠনিঃস্বত সঙ্গীতধ্বনি দেবগণের কৰ্ণে প্রবেশ করিল। পিতামহ তৎশ্রবণে কহিলেন “ বরুণ ? এখানেও আছে । ” . বরুণ । কি আছে ? ব্ৰহ্ম । নাম করবোন, খারাপ স্ত্রীলোক । বরুণ। আপনি যে খারাপ স্ত্রীলোক বলে ভয়ে আড়ষ্ট হলেন ? আজ কাল পৃথিবীর সর্বত্রই খারাপ স্ত্রীলোক। উচ্চ রাজবংশ হইতে বৃক্ষতলবাসিনী দরিদ্রা পর্য্যস্ত অসতী । অতএব বেশ্য নিকট দিয়া যাইলে পাপ হয়, যে নগরে বেশ্য থাকে তথায় বাস করিলে পাপ হয় এত বিচার করে চলিতে হইলে আর মৰ্ত্তে আগমন হয় না. ব্ৰহ্মা। মর্ব্যের কি যেখানে সেখানে বেশ্য ? বরুণ। আজ্ঞে, যেখানে সেখানে কেমন—অাটে ঘাটে পাহারা, যেখানে মাচিটা পৰ্য্যন্তের প্রবেশ-দ্বার রুদ্ধ, তাহার মধ্যেও ব্যভিচার স্রোত। ব্ৰহ্মা । স্বর্গে গিয়া চান্দ্রায়ণ করবো । বরুণ। সেই ভাল । अबनिन थाटङ डब्रिा cनवश१ करुनौत्ड ब्रान कब्रिुङ क्लगिगन । উপস্থিত হইয়া ইন্দ্ৰ কহিলেন বরুণ, ফন্তনী অন্তঃসলিলা বহিতেছে কেন ? বরুণ। এঁরামচন্দ্র বনগমন-কালে এই নদীর পরপারস্থিত বর্তমান সীতাকুও নামক স্থানে সীতাকে রাখিয়া লক্ষ্মণসহ ফল অন্বেষণে গমন করেন । র্তাহাদের অনুপস্থিতিকালে রাজা দশরথ জাসিয়া সীতার নিকটে পিগু চান । यौडॉ शृzश् ¢कन झवानि ब्रा १ीकाग्न कि ब्रिाँ शि७ निळदन छविप्र अश्ञि