বামদেব । ጏ¢ না, ন, এ ফখ বলি ও না সকল জাতির সকল শ্রেণীর সকল ব্যবসায়ীরই কতক গুলি করিয়া বিশেষ ধৰ্ম্ম আছে। সে গুলি প্রতিপালন করা অবশ্য কর্তব্য, দম্বারা অনেক নীতিবিরুদ্ধ আচরণ করে বটে, fofতাহার কাপু রুষ নয়, তাহারা কখন স্ত্রী, বালক, বৃদ্ধ, ও শরণাগত ব্যক্তির উপরে অস্ত্র চালন করে না। এ ব্যক্তি আমাদিগের গৃহীত ও শরণাগত হইয়াছে। আমরা যদি ইহার প্রাণ বধ করি, আমাদিগের অধর্শের ও অবশের পরিসীমা থাকিবে না । এই কথা কহিয়া তিনি নিরস্ত হইলেন, আর কোন কথা শুনিতে পাইলাম না। আমার মনে পূৰ্ব্বে ষে সংশয় জন্মিয়াছিল এই কথোপকথন দ্বারা তাহ দূরীভূত হইল, কিন্তু আর একটা মহাসংশয় উপস্থিত হইল, চিত্ত বিষম চিন্তা কূল হইয়া উঠিল। আমি ভাবিতে লাগিলাম সসপ গৃহে আমার বাস হই য়াছে, দক্ষ্যগণের উপরে বিশ্বাস কি ? সকল দস্থ্য সমান নয়, একজন দস্থ্য সন্ন্যাসীর কথা শুনিল, আর এক জন যদি না শুনে সেই দিন আমার প্রাণ বিয়োগ হইবে। এইরূপ সংশয়ারূঢ় হইয়া থাকা উচিত নয়, কিন্তু কিরূপেই বা এ স্থান হইতে গমন করি, এই প্রকার নানা চিন্তা করিয়া আমি নিতান্ত নিরূপায় হইয়া বিষণ্ণভাবে কালযাপন করিতে লাগিলাম, প্রায় প্রতি দিন রাত্রিন্তে মনুষ্য পদশদ ও অস্ত্র শব্দ শুনিতে পাইতাম। দুই তিন দিন পরে যে আর একটা ঘটনা ঘটিল, তাহাতে মন নিতান্ত স্তুস্থির হইয়া উঠিল। এক দিন হঠাৎ নিদ্রাভঙ্গ হইয় গেল,নিম্নলিখি ত কথোপকথনগুলি আমার শ্রীতি भून ७थविठे झ्झेल । আমি বিনয়াঞ্জলি করিয়া আপনাকে কহিতেছি, আপনি কথা গুমুন ক্ষান্ত হউন, আর অগ্রসর হইবেন না। আপনার পায়ে ধুরিতেছি, আপনি আমার পিতা, কন্যার প্রতি অবৈপ ব্যবহার করা পিতার উচিত নয় । আমি অবলা, আপনি বলবান । দুৰ্ব্বলের রক্ষা করাই বলবানের কৰ্ত্তব্য। দুৰ্ব্বল স্ত্রীজাতির প্রতি বল প্রকাশ করিবে বলিয়াই কি ঈশ্বর পুরুষ জাতির স্বষ্টি করিয়াছেন ? আমি তোমার শরণাগত শরণাগতকে অভয়দান করা কি উচিত নয় ? আমার এই শরীর আমি এক জনকে দান করিয়াছি, ইহাতে তাহার প্রভূত্ব ও স্বামিৰ। ইহাতে অপরের অধিকার নাই। ধনস্বামির অনুমতি বিনা অপরের ধন গ্রহণ করিলে য়ে মহাপাপ ও অধৰ্ম্ম হয়, তাহা কি জানেন না ?
পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।