পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগতত্ত্ব । እ% RS এখানে দুষ্ট এক কথা বলিলে বোধ করি অনবসরোচিত হইবে না । পাঠক ! ভানুমতীর ভেলকি দেখিয়া থাকিবেন । তাহা একটা কঠিন সাধন এবং সমাধির এক প্রকার অনুকরণ । , উহা অভ্যাস করিবার জন্য প্রথমে কুস্তক দ্বারা চৈতন্য হরণ করিতে হয়। শরীরের মধ্যে বায়ুপুঞ্জ আবদ্ধ থাকাতে দেহ নিতান্ত লঘু হইয়া পড়ে ; তখন একটা সীমান্যমাত্র যষ্টি অবলম্বন করিয়া আসনোপবিষ্টের ন্যায় অনায়াসে শূন্যে নিরাসনে উপবেশন করিয়া থাকা যায় । পরিশেষে আবার সেই বষ্ট গাছি ও সরাইয়া লইলে নিরবলম্ব দেহ খানি তরণীর ন্যায় শূন্যদেশে বাসাগরে ভাসিতে থাকে। যাহার এই বিদ্যা শিক্ষা করে, অতি শৈশবাবস্থা হইতে তাহাদিগকে উহা অভ্যাস করিতে হয় । দুগ্ধ ঘৃত মাংসের যুষ এবং কোমল অন্নম ও এই বিদ্যাভাসের সমুচিত পথ্য। ভোজবিদ্যা ব্যবসায়িগণ আপন আপন কন্যাদিগকে এই বিদ্যা শিখাইবার জন্য অতি শিশুকালে তাহাদিগকে জলে নিমগ্ন করিয়া রাখে। যখন ১৫ । ১৬ মিনিট জলমগ্ন থাকিলে কিছুমাত্র ক্লেশাস্তুভব না হয়, তখন স্থলে বালুকারাশির উপর পদ্মাসনের প্রণালী অনুসারে উপবেশন করাইয়া কুম্ভক অভ্যাস করাষ্টতে থাকে। অভ্যাসের ন্যায় অর গুরু নাই ! এ গুরুর উপদেশ কৌশলও অদ্ভূত ! অতি দুঃসাধ্য ব্যাপার ও অভ্যাসে সুগম হইয় পড়ে। মহাত্মা টড কহেন, প্রত্যহ এক একবার বাহুর উপরে বংঘতরী S DDD BBBB BB BBB BBBB BBBDD DuSBSBBSDSS DD SSSS BBB ঐন্দ্রজালিক বিদ্যার্থী বালিকাগণ বালুক রাশির উপর উপবেশন করিয়া অবলীলাক্রমে ১৫ । ১৬ মিনিট নিশ্চলাঙ্গে বায়ু ধারণ করিতে পারে, তখন দুই কুক্ষিতে দুইগাছি যষ্টি দিয়া অল্পে তল্পে নিমের বালুক সরাইয়। লয় । এ প্রক্রিয়ার দ্বারা নিরবলম্ব হইয়া শূন্যে অবস্থান করিবার অভ্যাস জন্মে । পাঠক দেখুন এখানে কুস্তকের দ্বারা একটা অদ্ভূত কৰ্ম্ম সম্পন্ন হইয়া থাকে। যোগিগণ এই কুম্ভকাভ্যাস মুগম এবং উহার স্থিতিকাল দীর্ঘস্থায়ী করিবার জন্য জিহবার নিম্নস্থচৰ্ম্মখানি (fraemum linguae) ব্যবচ্ছেদ করেন। পরে ঐ স্থান দ্বন্ধ ও ঘৃত দ্বারা বারবার মর্দন করিলে ক্ষত শীঘ্ৰ শুদ্ধ হয় এবং জিহ্বা দীর্ঘাকার হইয় পড়ে। জিহ্বা এ প্রকারে বড় করিবার তাৎপৰ্য্য এই—যোগিগণ সংসারের সকল বিষয়ের স্বশ্ন তত্ত্ব মনোযোগ পূৰ্ব্বক ( ; ) Every young man ough to remember that he who would carr the ox must evory day shoulder the calf.