পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ংসপ্রয়াণ ף-לל অত্যাশ্চর্য্য, অনিৰ্ব্বচনীয় মুখের জালয় । নিশীথ সময়,—অাজ নিৰ্ম্মল মানস সরোবরে কি হইতেছে ? অাজ চন্দ্রকলায় দশ দিক পরিপূর্ণ। উপত্যকায়, অধিত্যকায় ; কন্দরে কনারে ; গহবরে গহ্বরে ; শাখায় শাখায় ; পত্রে পত্রে, জলে, স্থলে, অন্তরীক্ষে চন্দ্র প্রভা কেবল সুধা বর্ষণ করিতেছে। পরিপাটী মেঘপটলে শৃঙ্গদেশ বেষ্টিত ; চারি পাশে পূর্ণিমার চাদ ঈষৎ মধুর মধুর হাসি তেছে,—মুধাময় জ্যোৎস্নায় ভূবন ভরপুর করিতেছে। মেঘ আসিয়া শশীকে ঢাক ঢাক করিতেছে ; কিন্তু একেবারে ঢাকিতেছে না । মেঘের ভিতর হইতেও চাদের রূপমাধুরী দেখ। যাইতেছে,—লে কান্তির স্নিগ্ধ লাবণ্য আরও মনোহর হইতেছে । সুরম্য স্থান,-চতুর্দিকের ভাব অতি সুরম্য। ডমরুহস্তে নটরাজ মানস সরোবরের কুলে দাড়াইলেন,—মূৰ্ত্তি ভৈরব। ডিমিডিমি করিয়া ঢকায় নিনাদ হইতেছে, ভূতনাথ ভবানীপতি ভয়ঙ্কর তাগুব আরম্ভ করিলেন । আর্দ্রনাগকৃত্তি উৎক্ষিপ্ত হইতেছে, নিবিড় জটাজাল বিক্ষিপ্ত হইয়া পড়িতেছে, পদভরে মেদনী টলমল করিতেছে। অদূরে ভবানী ভয়ে স্তিমিতনয়ন হইয়া आzछ्न,-मूहथ दाका नाहे । कार्डिक अ८१ 1 ***ौद्र निक भाङ्गाईब्रा আছে, কখন মহাদেবের প্রতি চাহিতেছে, কথন আধুরি ভয়ে ব্যাকুল হইয়া জননীর অঞ্চলের ভিতর মুখ লুকাইতেছে। নৃত্যেক্ষ অবসান হইল। উমা কমলকলিসদৃশ করযুগলে অঞ্জলিৰন্ধন করিয়া মহাদেবের সম্মুখে দাড়াইলেন । শঙ্কর হাসা করিয়া বলিলেন- প্রিয়ে ! এ কি বেশ ? স্থলে সনাল কমলযুগল ফুটিবে,তাই কি অগ্রসর হইয় তাহার কোমল কোরকস্বয় দেখাইতেছ ? অম্বিকা উত্তর করিলেন-- নাথ! চন্দ্রচূড় সমীপে কমল কবে না মুদ্রিত থাকে ? বিনীতবেশে নিবেদন করিতে দাসী ত চিরদিন আপনার নিকট বদ্ধকর হইয়া আছে। দেব ! দেখুন নুতন মন্বস্তর, নূতন বর্ষ উপস্থিত। অধুনা কে রাজা, কে মন্ত্রী হইবে এবং লোকসমাজে কিরূপ বিধি প্রকরণ প্রকাশিত হইবে, তাহার বিধান করুন । মহাদেব ভবানীর প্রিয় বাক্য শ্রবণ করিয়া कश्लिन,-' धिtग्न ! cमहे खनाहे श्रांछि ७हे नूठ,-श्रांछि cनई छमाहे আনন্দে ভোর হইয়াছি। ” . . . হরপাৰ্ব্বতী রত্নসিংহাসনে উপবেশন করিলেন। ভূতভাবন ভৈরবনাথ কি কহিবেন, ভবানী তাহ শুনিবার জন্য সভৃষ্ণচিত্তে মহাদেবের মুখাবলোকন করিতে লাগিলেন। শিব নবীন-মেঘ সদৃশ গভীর স্বরে কছিলেন—