*8 কল্পদ্রুম | কতিপয় বাঙ্গালী রাস্ত দিয়া চলিয়াছে। অনুসন্ধানে জানিলেন সাহেব হচ্চেন পাদরী আর বাঙ্গালী কয়েক জন খ্ৰীষ্ট ধৰ্ম্ম অবলম্বন করিয়া অন্ধকার হইতে আলোয় এসেীত। বাঙ্গালী কয়েক জনের অর্থাভাবে গাত্র বস্ত্র গুলি মলিন শরীরেও তাদৃশ লাবণ্য নাই। প্রত্যেকের কপোলে বোকা পাটার মত ২ । ৪ গাছি শ্মশ্র বিরাজিত, বগলে বটতলা অঞ্চলের ছাপান চটা পুস্তক হঠাৎ দেখিলে বোধ হয় ফেরিওয়ালার ফেরি করিতে বাহির হইয়াছেন । পুস্তক গুলি অকাতরে বিতরণ করা হচ্চে। নারায়ণ ছুটে গিয়া ও গো, আমাকে এক খান বহি দাও ” চাহিয়া লইলেন। l ব্ৰহ্মা । কৃষ্ণ, ফেলে দাও, এখনও বলচি ফেলে দে ও ? দিয়ে প্রয়াগে মাথ৷ মুড়ীও । একি ! ឱ বহি কি বলে ছুলে? জানো দেবতারা যদি জান্তে পারেন তোমাকে প্রায়শ্চিত্ত করে গোবর খাওয়াবেন। নারায়ণ। আজ্ঞে কাল রাত্রে তামাক বাঁধার কষ্ট হওয়াতেই লওয়া। ব্ৰহ্মা। না, তুমি ফেলে নেও । বরুণ, ওরা কি গঙ্গাস্নানে এসেছে ? বরুণ । অজ্ঞে না, ঐ কর্বারা মেলার স্থানে প্রায়ই আসিয়া দেখা দেন । এবং হিন্দু দেব দেবীর নিন্দ করিয়া লোকগুলোকে খ্ৰীষ্টান করিবার চেষ্ট্র পান । দেবগণ কেল্লার মধ্যে প্রবেশ করিলে বরুণ কহিলেন “ এই কেল্লাট নগর হইতে দূরস্থ ময়দানে অবস্থিত। দুই নদীর মিলিত কোণে ইহা নিৰ্ম্মিত হইয়াছে। ওদিকে দেখুন’আকবর বাদসার রাজবাটী। ঐ বাট হইতে জলে নামিবার সিড়ি অদাপি বর্তমান আছে। ঐসিড়িতে বসিয়া পূৰ্ব্বে মোগল রমণীগণ স্নান করিতেন। ইহারপর দেবতারা পাতালপুরী দেখেন। ব্ৰহ্মা অক্ষয় বট দেখিয়া কহিলেন “ গাছটা দেখে আমার সন্দেহ হচ্চে, বোধ হয়। ইহার মধ্যে পাণ্ডাদিগের জুয়াচুরি আছে। - . . ইন্দ্র। আজে, মর্ত্যের লোক আজ কাল যেরূপ অর্থলোভী, ধৰ্ম্মের ভান করিয়া প্রতারণা করিবে বিচিত্র কি ? - ইহারপর দেবগণ-ভীমের গদা দেখিয়া কেল্লা হইতে প্রত্যাগমন পুৰ্ব্বক ত্রিবেণী তীর্থে আসিয়া উপস্থিত হইলেন । দেখেন অসংখ্য প্রামাণিক, গঙ্গাপুত্র পুরোহিত, দ্বিজ ও ভিক্ষুক যাত্রীদিগকে লইয়া যেন শকুন ছেড়াছিড়ি করিতেছে। সকলেই দেখিলেন পাণ্ডাগণ নিজ নিজ স্থান সকল অংশ করিয়া বসিয়া আছে। প্রত্যেকের দখলি অংশে বিভিন্ন রঙ্গের বিভিন্ন প্রকার
পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।