পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२४७ কল্পদ্রুম। এই সময়ে পূৰ্ব্ব পরিচিত মাতালত্রয় গোলাপী নামক বেশ্যার সহিত আসিয়া উপস্থিত হইল। গোলাপী চরণ পূজান্তে করযোড়ে দণ্ডায়মান হইবামাত্র গয়ালিদিগের কর্তৃক তাহার হস্ত পুষ্পমালায় বন্ধন দশা প্রাপ্ত হইল । গয়ালীগুরু গোলাপীর গাত্রে স্বর্ণাভরণ দেখিয়া ঝোপ বুঝে কোপ একদমে ৫০০ শত টাকার সুফল কিনিতে কহিলেন। অত টাকা কোথায় পাইব বলিয়া গোলাপী চরণ ধরিয়া রেদিন আরম্ভ করিল। গোলাপীকে পায় ধরিতে দেখিয়া লম্পটের মহাদুঃখিত। একজন ভেউ ভেউ করিয়া কাদিয়া ফেলিল । অপর একজন কহিল, বাবা গোলাপ পা ছাড়, লক্ষ্মী ধন পা ছাড়, তোমার কোন পুরুৰে পারে ধরেচে ? লম্পট মাতাল তিন জন পরামর্শ করিল, এম গোলাপকে তুলে আমরা গুরুজীর পায়ে ধরে মুফল আদায় করি। उाशटनई যে কথা সেই কাজ, বেশ্যাটাকে ছিড় হিড় করিয়া তফাতে টানিয়া রাখিয়া এসে, গয়ালীগুরুর পদ দুইটা দৃঢ়রূপে ধারণ করিয়া সুফল দে বাবা, এজন ফল দে যেন মদের মুখে ভাল লাগে, বলিয়া ঢিপ ঢপ শব্দে মাথা কুটিতে লাগিল। গুরুজীর মদের গন্ধে অন্ন প্রাশনের অন্ন উঠিবার উপক্রম হইল,তিনি যে পলাইবেন সে সামর্থাও নাই। তিন জনে শক্ত করিয়া পা দুখানি ধরিয়া আছে। তিনি নাসিকায় বস্ত্ৰ দিয়া বেশ্যাকে কহিলেন, মা তোমার ভৃত্যদিগকে উঠাইয় লও, এবং যা খুসি হয় দিয়া সুফল লইয়া প্রস্থান কর। বেশ্য তৎপ্রবণে হাসিতে হাসিতে আসিয়া দুই টাকার মুফল লষ্টল এবং লম্পটত্রয়কে কহিল, তোরা উঠ আমি সুফল পেইচি । তাহারা কই বলিয়া দেখিতে চাঙ্গিল এবং দেখিতে না পাইয়া আবার মাথা কুটিতে লাগিল। এইবার মাথা কুটিতে কুটিতে এক बाङि खक्रवीद्र बैaामत्रण दशै कब्रिब cफनिन। खङ्गधी आदाब भ#ईबाब চেষ্টা পাইলেন, তন্ত্রাপি তাহারা ছাড়িল না। অবশেৰে পুলিব ডাকিয়া নিষ্কৃতি লাভ করিলেন । . দেবগণ চাহিয়া দেখেন পিতামহ নিকটে নাই। তিনি দ্রুত পদে এক দিকে ছুটয়া পলাইতেছেন। তদৃষ্টি তাহারাও দ্রুত যাইয়া তাহার লাগাল ধরিলেন এবং কহিলেন, ঠাকুর দা কোথায় যাচ্চেন । ব্ৰহ্মা। তাই, যেখানে বেশ্যার দান গ্রহণ করিয়া মুফল দেয়, সেখানে কি আর এক মুহূৰ্বও থাকতে আছে। আমি এই দণ্ডে গাগরিষ্ঠা লাম, তোমাদের ইচ্ছা হয় থাক ।