বর্তমান হিন্দুসমাজের শোচনীয় অবস্থা । 文89 শিরে কৃপাবরি বর্ষণ কীিয় পূৰ্ব্বের ন্যায় শীতল, শাস্ত ও স্বী করিতে পরিবে না ? অবশ্য পরিবে । - স্বপ্তোথিত হিন্দুসমাজকে একটু বসিতে দেও, একটু ভাবিতে দেও, পূৰ্ব্ব কথা স্মরণ করিতে অবকাশ দেও, ঐ দেখ আমাদের প্রিয় হিন্দুসমাজ আস্তে আস্তে রোগশয্য পরিয়া উঠিবার চেষ্টা করিতেছে; কিন্তু পারিতেছে না । টানাটানি করি ৪ না, ঠেল। ঠেলি করি ও না, মিত্রভাবে আত্মীয়বোপে হাত বাড়াইয়া ধর । এখন উহার দেড়িবার সামর্থ হয় নাই । ঐ নিদ্রা ভাঙ্গিবার জন্য অনেক চিকিৎসক অনেক ঔশপ প্রয়োগ করিয়া হারিয়া গিয়াছেন । নিদ্রা রোগের জনয়িত্ৰী নহে ; কিন্তু নিদ্রা রোগের স্বাস্থ্যদায়িনী পরিচারিকা মাত্র । অতএব রেগে উপশমের সঙ্গে সঙ্গে নিদ্রার অাবল্য দূর হইবে । মহাকবি মিল্টন আড়াইশত বৎসর পূৰ্ব্বে যে ভবিষ্যবাণী করিয়া গিয়াছেন, অীমরাও এখন সেই ধ্বনিতে সায় দিয়া উচ্চৈঃস্বরে বলিতেছি যে:– “Methinks I see in my mind a noble and pluisant nation, rousing herself like a strong man after sleep anb shaking her invincible locks, " দেখিতেছি ঐ অতি পুরাতন মাৰ্য্যসমাজ মহাবীরের ন্যায় নিদ্র হইতে উখি ত হইয়া সমস্ত কুসংস্কাররূপ বন্ধন ছিন্ন ভিন্ন করিয়া ফেলিতেছে। অল্প বয়সে বালকদিগের বিবাহ না দিলে পাছে তাহারা বিদ্যাভ্যাসে যত্নশীল না হয়, এই ভয়ে অনেকে নিজ নিজ তনয়কে বাল্য বিবাহরূপ নিখ ত হইতে রক্ষা করিয় থাকেন বটে; কিন্তু তাহদের অভাগিনী চিরদুঃখিনী বালিকাগুলির প্রতি যে কেন তাদৃশ মম তা প্রকাশ করেন না, তাহা বুঝিয় ॐ। याग्न न । ऊांझानिशं★क ग छ भौ व निस् *द्विवांद्रभ७लौ ङ्झे८ङ विराग्न করিয়া দিতে পারেন, তত মঙ্গল ভাবিয়া চির জীবনের মত তাহদের সৰ্ব্বনাশ করির বসেন। হায় কি নিৰ্বদ্ধিতা ! ক ত বয়স পর্যন্ত বালক বালিকাদিগবে অবিবাহিত অবস্থায় রাখা উচিত, তাহ নিশ্চিত বলা যায় না। তবে এই মাত্র নিয়ম করিলে চলিতে পারে যে, বালকেরা যে পর্যন্ত না রীতিমত বিদ্যাশিক্ষা করিয়া সংসারের ভার বহন করিতে সক্ষম হয়, তাবৎ তাহীদের বিবাহ দেওয়া কৰ্ত্তব্য নহে । কেবল अर्थ शाकिtश नश्नांरब्रव्र उद्र दश्न कद्र बांग्न मा, देहांब भ८षा अप्नक कथा আছে প্রস্তাবাস্তরে প্রকাশ করা যাইবে ।
পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।