পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૭8 কল্পদ্রুম | বার সময় বাঙ্গালী বাবু কাতর স্বরে কহিলেন “ সাহেব কল্পে কি ? " সাহেব তছত্তরে কহিলেন, “ হউ বুডি নিগার, গোল মং করিও । ” বরুণ চাহিয়া দেখিলেন বৃদ্ধ পিতামহ লোকের ভীড়ে কোণ-ঠেশা হইয়। দম আটকাইয়া মারা পড়িবার মত হইয়াছেন,কথা কহিতে পারিতেছেন না । তখন দেবতারা নিজ নিজ স্থান ছাড়িয়া দাড়াইয়া তাহাকে স্থান করিয়া দিলেন এবং মনে মনে ভাবিতে লাগিলেন হায় ! এই বিশ্ব ব্ৰহ্মাও যাহার স্বাক্ট, যাহার আদেশে রবি শশী উদয় অস্তে ৰাইতেছে, যিনি কটাক্ষে সকল করিতে পারেন, আজ রেলগাড়ীতে র্তাহার কি দুর্দশা! টেণে দেখ চি ভদ্র, শূদ্র, রাজা, প্রজা, মর,অমর সকলেরই এক দশা! ব্ৰহ্মা । বরুণ ! ইহাদের গাত্রে এমন দুর্গন্ধ কেন ? বরুণ। উহারা যে বস্ত্র পরিধান করে ভাণ্ড নামলে পরিত্যাগ করে না । বস্ত্রখানি জলে ভিজিলে পাছে শীঘ্র ছিন্ন হয়, এই আশঙ্কায় সহজে জলাভি, ষিক্ত হতে দেয় না। অনেক বত্বেও যদি ছিন্ন হয়, তাহাতে পিরাণ সেলাই করে । তাহা ছিন্ন হইলে তালিরূপে কাথাম্ভে উঠে । সুতরাং সেই কথা ধুকড়ি সঙ্গে এনেছে, ও গন্ধ কি সহজে যায় ? ব্ৰহ্মা। জামালপুর আর কত দূর, শীঘ্ৰ নামতে পারিলে বাঁচি, গন্ধে আমার প্রাণ যায় । ঐ কথা কয়েকট তিনি এমন স্বরে বলিয়াছিলেন যে, শুনিলে পাষাণ পৰ্য্যন্ত বিদীর্ণ হয়। হায়! আজি আমি এই সমস্ত কথা প্রচার করিতে বসিয়াছি। এই অপরাধে না জানি লোকে আমাকে কত ব্যঙ্গ করিতেছেন। হয়তো আমি দেবগণের অবমাননা করিড়েছি বলিয়া কত হিন্দু সস্তান আক্ষেপ প্রকাশ করিতেছেন। কেহ কেহ আমাকে নাস্তিক মনে করিয়া अभाब्र श्रद्दर्भाध्८ङ्ग कङ ठिद्रश्नोत्र ७ पिँकान्न लिएङप्झन । किद्ध श्रोमान्न दिएदচনায় অগ্ৰে শনিদেবকে তিরস্কার ও ধিক্কার দেওয়া উচিত । আজি শনি যদি उॉब्रदङङ्ग ५ श्रदश न कब्रिटङम, श्रांछि भनि यति त्राभाद्र झट्झ काभिप्रा না বসিতেন, কে দেবগণকে মর্ত্যে আসিতে দেখিতে পাইত ? আর এক কথা, বিধাতারও এ বিষয়ে কিছু দোষ আছে,—তিনি সকলের ভাগ্যে লিথিয়া থাকেন। সুতরাং নিজভাগ্যে ও ভারতভাগ্যে যাহা লিথিয়াছেন অন্য তাহারই অভিনয় হইতেছে, আমাদের লেখা উপলক্ষ মাত্র। যদি তিনি ভারতকে পূর্কের ন্যায় রাধিতেন, তাহা হইলে আজি তাহাদের এ দশা