দেবগণের মর্ত্যে আগমন । ર૭6: ঘটিবে কেন ? এ ভারত, এ রেলওয়ে ট্ৰেণ কাহার ? এ সকল ত তাহার ভারত সস্তানগণের নহে । তবে আজি ভারতে আসিয়া ভারতের দেবগণ ট্রেণে উঠিয়া কাহার নিকট আদর পাইবেন ? অনেকের ইচ্ছা দেবগণকে স্পেস্যাল টেণে আনিয়া প্রিন্সেপ ঘাটে তুলিয়া তোপধ্বনি করিলে এবং কলিকাতা মহানগরী এই উপলক্ষে আলোক মালায় বিভূষিত করিলে তবে দেবগণের সম্মাননা করা হইত। কিন্তু আমাদের স্পেস্যাল কৈ ? কে পি কৈ ? দেবতাদিগের দৃষ্টিতে যে পাথুরে বন্দুক পর্যন্ত ব্যবহার করিবার যে নাই । গৃহে ব্যাঘ্র প্রবেশ করিয়া ধরে ধরে থাইলেও যে আত্মরক্ষার জন্য আমর। অস্ত্র ব্যবহারে অধিকারী নহি । যাক আমরা কিছুই চাই না । দেবগণ কেন আমাদিগকে আমাদের পূৰ্ব্বের অসভ্য অবস্থাতেই রাখিলেন না ? তাহ। হইলে আজি যে আমরা গো-শকটের ডাক বসাইয়া কত যত্বের সহিত কত পূজা করিয়া আনিতাম। তাহাদের সন্মানের জন্য পটকা ও বোমে আগুন দিয়া কত আনন্দানুভব করিতাম। আমাদের স্ত্রীলোকেরা কত হুলুধ্বনি দিত । আমাদের চাকচক্যশালী কাচের ফুকো শিশি নাই সত্য, কিন্তু সামান্য মাটির প্রদীপের ত অভাব ছিল না। আমাদের রাজমার্গে আলোকস্তস্ত নাই থাকুক, কদলী বৃক্ষর ত অপ্রতুল ছিল না। কিন্তু এক্ষণে আমাদের কি আছে ? ব্ৰহ্মা। বরুণ ! আমি পূৰ্ব্বে এই টুেণের যথেষ্ট প্রশংসা করিয়ছি ; কিন্তু এ কি ! যদি আরোহীদিগকে এমন কষ্টভোগ করিতে হয়, তবে প্রত্যেক কামরায় হিন্দি, বাঙ্গল, ইংরাজীতে লেখা ও কাগজগুলো লট কাইয়া দিবার আবশ্যকতা কি ? বরুণ। আপনার কথা সত্য, কিন্তু আমি এ বিষয়ের জন্য রেলওয়ে কর্তৃ, পক্ষীয়দিগের কোন দোষ দেখিতেছি না । এ সমস্ত অবিচার ষ্টেসনের কৰ্ত্তাদিগেরই দ্বারা ঘটিয়া থাকে । অতি প্রত্যুষে ট্রেণ জামালপুর ষ্টেসনে আসিয়া উপস্থিত হইল। দেবগণ দেখেন শ্রেণীবদ্ধ হইয়া আলো জলিতেছে। এবং “ ঢং ঢং ” শব্দে ঘণ্ট। बाबिय्ङट्इ । उकूद्दे उँशब्रा, उँाद८क्इ उछाशमन जना भत्रण श्राब्रडि श्हे তেছে ভাবিয়া আর আহলাদে বাচেন না । - দেবতারা টিকিট দিয়া গেটের বাহির হইতেছেন এমন সময় একটা গৌরবর্ণের ছিপছিপে যুব দ্রুত গিয়া ব্ৰহ্মার কস্ত ধারণ করিয়া কহিল “ কর্তা জেঠ স্থামিও এসেছি। ” ( లిs )
পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।