দেবগণের মর্ত্যে আগমন । ミや° ব্ৰহ্মা। বুঝতে পারচো না, কেঞ্চ পাঞ্চজন্য শাখে ফু লাগাচ্চে। এখুনি পুলিশের লোক ছুটে এসে সকলকে বেঁধে নিয়ে যাবে! এই সময় বরুণ ও নারায়ণ আসিয়া উপস্থিত হইলেন। নারায়ণ হাসতে হাসতে কহিলেন “ ঠাকুর দা, উত্তম বাস হয়েছে, সা-ফুেগুদের দোতালা ।” “ ই,পিট তুমি সব করতে পার “ বলিয়া ব্ৰহ্মা, নারায়ণকে ঘুলী মারিবার উদ্যোগ করিলে বরুণ হস্ত ধরিরা কহিলেন “ পিতামহ ! করেন কি ! বলি হয়েছে কি ?” ( ১ )। ব্ৰহ্ম । ও সব করতে পারে। একি ওর কুরুক্ষেত্র ? বরুণ ৷ হয়েছে কি ? ভেঙ্গে না বলে বুঝবো কেমন করে ? ব্ৰহ্মা । ও কি বলে ইংরাজ রাজ্যে এসে পাঞ্চজন্য শাখ বাজালে ? চেয়ে দেখ দেখি রাস্ত দিয়া কত লোক ছুটচে। এখুনি পুলিশ এসে বেঁধে নিয়ে গেলে কে আমাদের রক্ষা করবে ? এই সময় দ্বিতীয়বার ভোমা বাজিয়া উঠিল। তখন পদ্মযোনি হাসতে হাস্তে কহিলেন “ নারে, আমি যা ভেবেচি এ তা নয়।” বরুণ। ঠাকুর দা ! আমি দেখচি আপনারে প্রকৃতই বাহাত্তরে ধরেচে। ভাল, স্বগীয় বালকগণ সচরাচর করতালি দিয়া যে হেঁয়ালি বলে তাহাও কি আপনি কখন শোনেন নাই ? ব্ৰহ্মা । কোন হেঁয়ালি ? বরুণ । ঐ যেঃ– শব্দ হইলে পরে ধরে রাখা দায়, দেশী বিলাতীর পাল বঁাকে বাকে যায় । কহেন কবি কালিদাস ওরে ভাই কেশে, বল দেখি এমন জন্তু আছে কোন দেশে ? उक्रीं । अर्थ झ'ठा कि ? বরুণ। অর্থাং ওয়ার্কলপের তোমা । ঐ ওয়ার্কসপে দেশী ও বিলাতী উভয় প্রকার লোক কৰ্ম্ম করে । ব্ৰহ্মা। ঠিক, সে জন্তু এই জামালপুরে অাছে বটে । তাল, যখন লোক ABBBB BB BBBBB BB BBBB BBBBBBS BBB BBBB BBB ॐष्ध्रन ।
পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।