পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१8 কল্পক্রম । প্রদীপ জেলে বসে থাকবে। " বালক বলিতেছে “ আজ আমায় একটু পড়বার তেল দিতে হবে। সন্ধ্যার সময় শুলে, পড়া হয় না মাষ্টার বকে। “ পিতা কহিতেছেন “ পড়া হয় না তোর দোষে । তোকে আমি প্রত্যহ বলি—ভাত খেয়ে কেতাব হাতে করে পড়া বলে নেবার ছলে কাহারো প্রদীপের আলোয় কি ষ্টেষণের আলোয় পড়ে আসিস, তা তুই গুন বিনে আমি কি করবো। দেখ, ডুবাল রাস্তার আলোয় পড়ে বড় লোক হয়েছিল। " - ব্রহ্মা । বরুণ ! ও বলচে কি ? . বরুণ । লোকটা অত্যন্ত কৃপণ, তাই কি উপায়ে এক ছটাক তেল বাচাবে তাহারই উপায় দেখচে । - এখান হইতে দেৰগণ বাসায় গিয়া পদ প্রক্ষালন করিয়া উপবেশন করিরাছেন, এমন সময় একটা বাঙ্গালী বাবু যাইয়া উপস্থিত হইলেন । বরুণ তাহাকে সমাদর করিয়া বসাইলেন এবং কহিলেন “ আপনার কি এখানে थांक श्ञ ? भशनंदभद्र नोभ ? বাঙ্গালী। আমি এখানে অনেক দিন আছি, ট্রাফিক অফিসে কৰ্ম্ম করি। আমার বাসা ঐ সাঙ্কেগুদের দোকামের দক্ষিণ দিকের গলির মধ্যে। নাম শ্ৰীকাশীনাথ ঘোষাল। মহাশয়ের নূতন এসেছেন শুনে আলাপ করতে এলাম, আপনাদের নিবাস কোথায় ? বরুণ। আমাদের নিবাস শূন্যে। কাণী। কত নুতন স্থানেরই নাম শুনলাম। শূন্য কোথায় মহাশয় ? বরুণ। হরিদ্বারের অনতিদূরে। কাশী । সেখানকার ভাষা কি মহাশয় ? বোধ হয় বাঙ্গালা ; কারণ,মাপনারা বড় সুন্দর বাঙ্গালা বলিতেছেন। - বরুণ। সে স্থানের ভাষা সংস্কৃত। তথাকার অাবাল বৃদ্ধ বনিতা সকলেই সেই ভাষাতে কথা কহে । কাশী। হবে বৈ কি। কেবল বাঙ্গালাতেই সংস্কৃত ভাষার লোপ হইয়াছে। দিকে দিকে অদ্যাপি ঐ ভাষার বেস সমাদর অাছে। শুনা যায় আমেরিকা প্রভৃতি স্থানে আজ কাল সংস্কৃত ভাষার বড় আদর। শূন্য স্থান ८कभन भशंनंत्र ? বরুণ। শূন্য অতি স্বনার স্থান। 尔 x & কাণী। তবুকি রকম। সেখানে কি গবর্ণমেণ্ট এমন জালো দেয় ?