পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদেশে দেব দেবী পূজার প্রাচুর্তাবের কারণ কি ? : ২৮১ মের দেবতা, আইজ্যাকের দেবতা এবং জেকবের দেবতা। মোজেজ, ঈশ্বরকে দেখিয়া মুখ লুকাইলেন। কারণ, তিনি ঈশ্বরের দিকে চাহিয়া দেখিতে ভয় পাইয়াছিলেন । ৭ । ঈশ্বর বলিলেন মিশর দেশে আমার যে সকল প্রজা আছে, আমি তাহাদের দুঃখ নিশ্চিতরূপে দর্শন করিয়াছি এবং যাহারা তাহাদিগকে থাটায়, তাহীদের হইতে তাহীদের যে কষ্ট হয়, তজ্জন্য আৰ্ত্তনাদ শুনিয়াছি.। ৮। আমি তাহাদিগকে মিশরদেশীয়দিগের হস্ত হইতে উদ্ধার করিবার নিমিত্ত আসিয়াছি এবং তাহাদিগকে ঐ দেশ হইতে একটা উৎকৃষ্ট ও প্রশস্ত দেশে আনয়ন করিব, যে দেশে দুগ্ধ ও মধু প্রবাহিত হয় + + + + + + ৯ । দেখ ইজরেলের সন্তানদিগের আর্তনাদ আমার কর্ণগোচর হইয়াছে, মিশরদেশীয়ের তাহাদিগের প্রতি যে অত্যাচার করিয়াছে, সে অত্যাচার আমি দেখিয়াছি । ১০ । আমি তোমাকে পেরোহার নিকটে পাঠাইয়া দিব, আমার প্রজা ইজরেলের পুত্রদিগকে তুমি মিশর দেশ হইতে আনয়ন করিবে । ১১। মোজেজ, ঈশ্বরকে বলিলেন আমি কে যে আমি পেরোহার নিকটে যাইব এবং মিশর দেশ হইতে ইজরেলের সন্তানগণকে আনয়ন করিব। ১২ । তিনি বলিলেন, চল আমি তোমার সহিত থাকিব । আমি যে তোমাকে পাঠাইয়াছি, ইহাই তাহার চিহ্লস্বরূপ হইবে । যখন তুমি আমার প্রজাদিগকে মিশর দেশ হইতে আনয়ন করিবে, সেই সময়ে এই পৰ্ব্বতে ঈশ্বরের আরাধনা করিবে। ১৩ । মোজেজ ঈশ্বরকে বলিলেন, আমি যখন ইজরেলের সন্তানদিগের নিকটে যাইব এবং এই কথা তাহাদিগকে বলিব তোমাদিগের পিতৃপিতামহের দেবতা তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন ; কিন্তু তাহার। বলিবে তাহার নাম কি ? তখন আমি তাহাদিগকে কি বলিব ? ১৪। ঈশ্বর মোজেজকে বলিলেন “ আমি আমি ” তিনি বলিলেন যে তুমি ইজরেলের সস্তানদিগকে বলিবে যে আমি তোমাকে পাঠাইয়াছি। ১৫। ঈশ্বর মোজেজকে আরও বলিলেন, তুমি ইজরেলের সন্তানদিগকে বলিৰে যে তোমাদিগের পিতৃপিতামহের দেবতা এব্ৰাহামের দেবতা আইজকের দেবতা এবং জেকবের দেবতা আমাকে তোমাদের নিকটে পাঠাইয়াছেন এবং ইহাই সমুদায় জাতির প্রতি স্মরণচিহ্লস্বরূপ হইবে। . (૭૭) : , *