পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুঃশাসনের শোণিতপানোদ্যত ভীম। ২৯৩ করিবে। যেহেতু ব্ৰহ্ম সাক্ষাৎকার হইলে মোক্ষরূপে পরম লাভ হয়। চতুর্থ অধ্যায়ে যে যে বিষয় বলা হইয়াছে, এক্ষণে তাহার উপসংহার করা হইতেছে। এষোদিত গৃহস্থস্য বৃত্ত্বিাবপ্রস্য শাশ্বতী । স্নাতকত্ৰতকল্পশ্চ সত্ত্ববৃদ্ধিকর শুভঃ ॥ ২৫৯ ॥ গৃহস্থ ব্রাহ্মণের এই নিত্যবৃত্তি অর্থাৎ ঋতোঞ্ছাদি জীবনোপায় এব: সত্বগুণের বৃদ্ধিকারক প্রশস্ত স্নাতকত্রতের কথা বলা হইল । অনেন বিপ্রোবৃত্তেন বৰ্ত্তয়ন বেদশাস্ত্রবিৎ । ব্যপেতকল্মযোনিত্যং ব্রহ্মলোকে মহীয়তে ॥ ২৬০৷৷ বেদজ্ঞ ব্রাহ্মণ নিত্য এই শাস্ত্রোক্ত আচার করিয়া নিষ্পাপ হইয়া ব্ৰহ্ম লোকে লীন হইয়া থাকেন। চতুর্থ অধ্যায় সমাপ্ত। ജബ്-ബ് দুঃশাসনের শোণিত পানোদ্যত ভীম । আরে রে পামর ! তোরে ধিক কুলাঙ্গার। কোথা গেল আজ তোর সেই অহঙ্কার ॥ পলায়ে বাচিবি কিরে ভেবেছিস আর । এখনি করিব তোর প্রাণের সংহার ॥ কোথা দুষ্ট দুৰ্য্যোধন কর্ণ যার প্রাণধন কোথা সেই কৰ্ণ বীরবর। আজি এ সঙ্কট ঘোরে কে রাখিতে পারে ভোরে দেখিব রে দেখিব পামর ॥ দেবতা গন্ধৰ্ব্ব আদি যদি হয় প্রতিবাদী -- তবু তোর নাহি রে নিস্তার ॥ যে করেছ অপমান আজ তার প্রতিদান প্রতিশোধ হইবে তােহর । বারেক স্মরিয়া দেখ অরে নরাধম। তোর মত আছে কি রে নিষ্ঠুর নিৰ্ম্মম। কাগুণকাগুজ্ঞানহীন পশুর সমান । সংসারে দ্বিতীয় নাই তোর উপমান ॥