মনুসংহিতা । , os উক্ত অনধ্যায়ের পর সংযত হইয়া pরুপক্ষে মন্ত্রব্রাহ্মণাত্মক সমস্ত বেদ এবং কৃষ্ণপক্ষে শিক্ষা ব্যাকরণাদি পাঠ করিবে । নাবিষ্পষ্টমীত ন শূদ্রজনসন্নিধৌ। ন নিশাস্তে পরিশ্রান্তে ব্ৰহ্মাধীত্য পুনঃ স্বপেৎ ॥ ৯৯ ৷ অস্পষ্টভাবে এবং শূদ্র সন্নিধানে অধ্যয়ন কন্ধিবে না এবং নিশার শেষ ভাগে সুপ্তোথিত হইয়া বেদ অধ্যয়ন করিয়া পরিশ্রান্ত হইলে পুনরায় শয়ন করিবে না । অস্পষ্টভাবে বেদপাঠের নিষেধ করিবার তাৎপৰ্য্য এই স্বর বর্ণাদি সমুদয় মুস্পষ্ট ভাৰে যথা বিধি উচ্চারণ করিয়া অধ্যয়ন করিতে হইবে । . যথোদিতেন বিধিন নিত্যং ছন্দস্কৃতং পঠেৎ । ব্রহ্মচ্ছন্দস্কৃতঞ্চৈব দ্বিজোযুক্তোহানাপদি ॥ ১০০ । পূৰ্ব্বোক্ত বিধি অনুসারে নিত্য গায়ত্র্যাদিচ্ছন্দোযুক্ত মন্ত্র পাঠ করবে। যে সময়ে পীড়াদি আপদ না থাকিবে তৎকালে ব্রাহ্মণ উদযুক্ত হইয়া বেদের ব্রাহ্মণ ও মন্ত্রভাগ উভয়ই পাঠ করিবে । - ইমান্নিত্যমনধ্যায়ানধীয়ানো বিবর্জয়েৎ । . অধ্যাপনঞ্চ কুৰ্ব্বাণঃ শিষ্যাণাং বিধিপূৰ্ব্বকং ॥ ১০১ । নিম্নে যে সকল অনধ্যায় কারণের গণনা করা হইতেছে যথোক্ত বিধি অনুসারে অধ্যয়নকারী শিষ্য ও গুরু উভয়েই সেই সকন্তু কারণ ঘটিলে অধ্যয়ন ও অধ্যাপন পরিত্যাগ করিলে। কৰ্ণশ্রবেহুনিলে রাত্রেী দিব পাংশুসমূহনে। এতেী বর্ষাস্বনধ্যায়াবধ্যায়জ্ঞা: প্রচক্ষতে ॥ ১০২ ৷ কর্ণ দ্বারা শুনিতে পাওয়া যায় রাত্রিকালে এরূপ বায়ু গুবাহিত হইলে এবং ধূলি উড়াইতে পারে এ প্রকার বাতাস দিবাভাগে বহিলে অনধ্যায় হয় । অধ্যায়জ্ঞ মন্বাদি ঋষিগণ এই দুটকে বর্ষ সময়ে অনধ্যায় বলিয়া থাকেন । - বিছাংস্তনিত বর্ষেষু মহোল্কানাঞ্চ সংপ্লবে। আকালিক মনধ্যায়মেতেষু মমুরব্ৰবীৎ ॥ ১০৩ ৷ বিদ্যুৎ মেঘগর্জন ও বর্ষণ এই গুলি যুগপৎ উপস্থিত হইলে মন্থ অকা লোস্তব অনধ্যায় হয় কহিয়াছেন। অর্থাৎ যে দিনে এই সকল ঘটনা হইবে তাহার পর দিনেও অনধ্যায় হইবে ।
পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।