পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ট্যে আগমন । 2む り বরুণ। কি দেখবি ? উপে দেশী ভূত ! அr ব্ৰহ্মা বলতে নাই চলে আয় । 豪 কিছু দূরে গিয় বরুণ কহিলেন “ দেখুন পিতামহ । সম্মুখের ঐ বাড়ীট ছোচ্চে মেকানিক ইনষ্টিটিউট । ঐ গুহে রেলওয়ে সাহেবদিগের নৃত্য গীত হয়। এইট হোচ্চে রেলওয়ে সাধারণ পুস্তকালয় । ইন্দ্র । এ একটা ত রেলগুয়ে কেরাণীদিগের মহৎ সুপ। তাহার নানারূপ পুস্তকাfদ পাঠ করিতে পায় । - বরুণ। বাঙ্গালী কেরাণীদিগকে পুস্তকাদি পাঠ করিতে দেওয়া হয় না। তাহীরা ময়লা হাতে পুস্তকগুলিকে ময়ল করিয়া ফেলে বলিয়া পুস্তক দেওয়া বন্ধ করা হইয়াছে। ক্রমে দেবতার সাহেবপাড়া দেখিতে দেখিতে একেবারে হরিসভা গৃহে যাইয়া উপস্থিত হইলেন। বরুণ কহিলেন “ পিতামহ ! এই হোচ্চৈ জামালপুর হরিসভা ! এই গৃহে প্রত্যেক শনিবার ও রবিবার, ইরির উপাসনা, ভাগবত পাঠ, স্তোত্র এবং হরিসংকীৰ্ত্তন হইয় থাকে। - ব্ৰহ্মা । কলির যেটা প্রধান অঙ্গ, তাহ দেখিতেছি হইতেছে অর্থাৎ কলিকালে গ্রামে গ্রামে, নগরে নগরে হরিমণ্ডপ প্রতিষ্ঠা হইবে এবং লোকে দিনাস্তে একবার মাত্র “ হরে কৃষ্ণ, হরে রাম ” এই কয়েকটা কথ। উচ্চারণ করিলেই সৰ্ব্ব পাপ হইতে মুক্ত হইবে । পূৰ্ব্বকার মুনি ঋষিরা শত বৎসর তপস্যা করিয়া যে ফল প্রাপ্ত না হইতেন, কলির মকুষ্যেরা একবার মাত্র হরিনাম ও হরিসংকীৰ্ত্তন করিয়৷ সেই ফল প্রাপ্ত হইবেন । “ তপ: পরং কৃতযুগে ত্রেতায়াং জ্ঞানমুচ্যতে । দ্বাপরে যজ্ঞমিত্যুচুৰ্নাম চৈকং কলীে যুগে ৷ ” এখান হইতে দেবগণ ঘোড়দৌড়ের মাঠে গিয়া উপস্থিত হন এবং বরণ কহেন “ এই ময়দানে প্রতি বৎসর নববর্ষ উপলক্ষে সাহেবদিগের অনেক আমোদ প্রমোদ হইয় থাকে । সেই সময়ে ঘোড় দেড় হয় বলিয়া ঐ দেখুন কাঠের রেলিং অদ্যাপি বর্তমান রহিয়াছে। ঐ যে সম্মুখে পাহাড় দেখিতেছেন, উহার উপর তেঁতুল তলায় পাহাড়ে কালী আছেন । তিনিই জামালপুরের একমাত্র গ্রাম্য দেবী । পাহাড়ে কালীর সন্নিকটে পৰ্ব্বক্তগাত্রে একটা ক্ষুদ্র গুছা খনন করা আছে। তাহাকে লোকে মুনিকোটর কছে । (86 )