পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ○と> ইন্দ্র। ছিঃ! ছিঃ! একে বাল্যবিবাহ প্রচলিত। তাহার উপর দুইটা বিষাহ! তাহার উপর আবার বেশ্যাসক্তি ! উঃ ! এ সব গাপীর যে কোন নরকে স্থান হবে বলা যায় না । *: “ আপনার অগ্রসর হউন। এই স্থানে আমার ট্রাফিক ও জডিট अि # সের বন্ধু দুইটা আছেন, তাহাদের নিকট উপে বাবুর কন্ধের জন্য ခ္ယစ္ႏိုင္ဆိုႏို করে আসি। " বলিয়া কাশী বাবু এক দিকে প্রস্থান করিলেনঃ দেবগণ এখান হটতে জামালপুর বাজারে গিয়া একচুে" কিনিয়া লইলেন এবং বাসায় যাইয়া হস্ত পদ গ্রক্ষালনাস্তে কয়জনে তাঁস খেলিতে বসিলেন। ব্ৰহ্মা তাহাদিগকে তাঁস খেলিতে দেখিয়া চটিয়া আগুন হইলেন এবং যৎপরোনাস্তি ভংসনা করিয়া কহিলেন “ তোমরা তাস ফেল, 6 श्रृं?श् কি স্বর্গে পেরমার খেলা ঢুকয়ে সৰ্ব্বনাশ করবে ? ” - এই সময়ে কাশীনাথ বাবু প্রত্যাগমন করিয়া কহিলেন “ মহাশয় উপে বাবুর কৰ্ম্মের একপ্রকার স্থির করে এলাম। কিন্তু না হলে রিখাস নাই। ট্রাফিক অফিসে আজ একট কাজ খালি হয়েছে, ੋਂ ម៉្យា কাজে উনি বাহাল হবেন । কাজট সেজ। বাবুর অধীনে। সেজে৷ বাবুকে বলিবামাত্র কাল সঙ্গে করে নিয়ে যেতে বল্লেন । ” ইন্দ্র। মহাশয়কে যথেষ্ট কষ্ট দিচ্চি। যাহা হউক ওর একটা বিলি ব্যবস্থা হইলে আমরাও এখান হইতে নিশ্চিস্থ হয়ে প্রস্থান করতে পারি। নারা । কাশী বাবু রাত্রে ও কি ওয়ার্কসপে কাজ হয় ? কাশী । উহাতে কমাই নাই, অনবরত রাবণের চিত্ত জলচেই । । নারা । ওটা দেখবার কি ? “উহার ভিতরে প্রবেশ করতে হলে একখানি পাশের আবশ্যক। বিনা পাশে প্রবেশ করতে দেয় না। শনিবার দিবস পাশ নিয়ে দেখিবার হুকুম আছে । আমি ঐদিন আপনাদিগকে একখানি পাশ আনিয়া দিব । ” বলিয়া কাশী বাবু প্রস্থান করিলেন । দেবগণ সে রাত্রেও অনেকক্ষণ পর্য্যন্ত জাগিয়া রহিলেন । ব্ৰহ্ম কহিলেন "দেখ উপে ! তোর চাকরী হলে খুব সাবধানে থাকিস, কুসংসর্গে ভ্রমণ কি অসৎ বিষয়ের আলোচনা ভ্রম ক্রমেও কবিসনে। বেতনের টাকা পাইলে ন্যায্য খরচ খরচ বাদ যাহাতে কিছু বাচাতে পারিস, তাহাব বিশেষ চেষ্টা ( ; A. \