পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Վ)Գե কল্পক্ৰম । কারণটা অনুসন্ধান করিয়া জানিতে হইবে। এই নিমিত্ত বৃদ্ধকে সঙ্গে का 9ग्नौ पञांद*jjक ! ওদিকে বৃদ্ধও ভৈরবীদর্শনোৎসুক হইয়া জামাই বাবুর নিকটে আসিতেছিলেন, পথিমধ্যে পরস্পর সাক্ষাৎ হইল। । বৃদ্ধ। কি জামাই বাৰু আজ এরূপ ভাব কেন? শীকার কি शक्लिग्न शिग्रांप्इ ? জামাই। না শীকার হাতছাড়া হয় নাই, কিন্তু সঙ্কটপূর্ণ। বৃদ্ধ। যেখানে বিপদের এত আশঙ্কা, সে দিকে দৃষ্টিক্ষেপ না করিলেইত ভাল হয় । জামাই। ভাল হয় বটে ; কিন্তু বল দেখি এ কবিতাটার মৰ্ম্ম কি ? “ কে বা ন সন্তি ভূবি তামরসাবতস৷ ংসাবলীবলয়িনোজলসন্নিবেশাঃ । কিং চাতক: ফলমবেক্ষ্য সবজ্ৰপাতাং পৌরনারীং কলয়তে নব বারিধারাং। ” পৃথিবীতে হংসশোভিত ও পদ্মবিরাজিত কত সরোবর না আছে ? কিন্তু চাতক সে সকলে জল পান না করিয়া দেবরাজকৃত বৃষ্টিধারা পান করিতে উৎসুক হয় কেন ? ঐ বৃষ্টির সঙ্গে আবার বজ্রপাত ভয় আছে ! বৃদ্ধ। চাতক পক্ষিজাতি নিৰ্ব্বোধ । জামাই । ভাল আমি তোমাকে আর একটী কথা জিজ্ঞাসা করি, এক জন নাবিক অর্ণবধানে আরোহণ করিয়া সমুদ্রে যাইতেছিলেন, এমন সময়ে ঝড় উঠিল, পৰ্ব্বতপ্রমাণ তরঙ্গ উঠিতে লাগিল, মান এক বীর গগনতলে আর এক বার পাতালতলে বিলীন হইতে লাগিল। নাবিক প্রতিক্ষণে মনে করিতে লাগিল ; এই আমার শেষ সমুদ্র দর্শন। এই প্রকার ঘোর সঙ্কটের পর ঝড় থামিয়া গেল, সমুদ্র ঋষির ন্যায় শান্তভাব ধারণ করিল, নাবিক কুলে উপনীত হইল। এখন বল দেখি, নাবিকের কেমন আনন্দ ও স্বচ্ছন্দ লাভ হইল ? বৃদ্ধ। আজ ভায়ার তর্ক শক্তি বাড়িয়াছে দেখিতে পাই, আমি তোমার নিকটে পরাস্ত হইলাম, চল যাই, বলিয়। উভয়ে প্রস্থান করিলেন। سصسسسسOسصحسسمدسسسه