পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

బిసి' कब्लयज्ञ । একটা গৃধ পতিত হয়। ভট্টনারায়ণাদি ব্রাহ্মণের মন্ত্রবলে সেই গৃধু ধরিয়া তন্মাংসে যজ্ঞ করিয়াছিলেন । এই বৃত্তান্ত শ্রবণে রাজা বিশেষ আগ্রহ সহযোগে কনোজেই দূত পাঠাইলেন । দূত প্রস্থান করিলে এখানে উৎকৃষ্ট বাসস্থান প্রস্তুত রহিল। ব্রাহ্মণের সস্ত্রীক সভৃত্যু ৯৯৯ শকে বিক্রমপুরে উপনীত হইলেন। যজ্ঞের যাবতীয় উপকরণ র্তাহার সঙ্গে আনিয়াছিলেন। দ্বিজগণ রাজধানীতে উপস্থিত হইয়া পূৰ্ব্ব কল্পিত বাসস্থানে অবস্থিতি করিলেন। ( ক্রমশ: ) শ্রীরঙ্গলাল মুখোপাধ্যায়—রাহতা । দেবগণের মর্ত্যে আগমন । এখান হইতে কাশী বাবু দেবগণকে লইয়া নিজের অফিসে উপস্থিত হইবামাত্র সেঞ্জো বাৰু ছুটিয়া আসিয়া কছিলেন “ কৈ হে তোমার বালকট কৈ ? অামার ভাই, তাকেই কৰ্ম্ম দিবার একান্ত ইচ্ছা ছিল ; অনেকগুলি প্রার্থী উপস্থিত হওয়ায় কাজেই আমাকে একটা মোটামুটি পরীক্ষা করতে হচ্চে ! জানি কি পরের চাকর, কে আবার কোন দিক দিয়া উড়ে চিঠি হাকরাবে ! কাশী। তোমাদের যে ধৰ্ম্মভয় আছে তাহা আমি বিলক্ষণ জানি। ঐ দেখ আমার সেই বালকট । সেজে বাবু তৎশ্রবণে নিজের সম্বন্ধীকে ডাকিয়া আনিয়া প্রথমে উপোকে কহিলেন “ বাপু ! বল দেখি—দশ টাকা করে মোণ হলে এক সেরের দাম কত ? উপ। চারি অান । সেজো বাৰু। (নিজ সম্বন্ধীর প্রতি) তুমি কি বল ? সম্বন্ধী। অজ্ঞে, বোনাই যদি দোকানদার হয়, এক সেরের উপর প্রায় এক ছটাক আন্দাজ ফাও দিয়া থাকে। সেজো বাৰু বেস বেস, দেখ হে কাশী বাবু, এর বুদ্ধিটে কতদূর তীক্ষ। একেই ভাই চাকরী দিতে হলো । শুনি প্রতিজ্ঞা করচি পুনরায় খালি হইলে তোমার ঐ বালকটাকে দিব। "