পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৪০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| কল্প ক্রম اسنانجكا ভাঙ্গ কল লইয়া ১০ । ১২ জন কুলি টানিয়া আনিতেছে। কোন স্থানে কতকগুলি লোক দাড়াইয়া একখণ্ড বৃহদাকার লৌহ মস্তকে তুলিবার চেষ্টা পাইতেছে। কোন দিক দিয়া একজন সাহেব হন হন বন, বন শব্দে দ্রুতপদে চলিয়া যাইতেছেন। তৎপশ্চাৎ পশ্চাৎ দুই চারি জন হিন্দুস্থানী সেপাই কাগজ কলমের বাক্স হাতে ও খাতা বগলে ছুটিতেছে। কোন দিক হইতে একজন কেরাণী কাণে পেনসিল, হান্তে এক খানি চিঠি লইয়া এক মনে পাঠ করিতে করিতে আসিতেছেন । দেবগণ এক স্থানে উপস্থিত হইয় দেখেন বাম্পের দ্বারায় অনেকগুলি কল ঘুরিতেছে। এবং রেলওয়ে শকটের জন্য যে যে দ্রব্যের আবশ্যক তৎসমুদয় স্থানান্তর হইতে প্রস্তুত হইয়া আসিয়া এই সমস্ত কলে পরিষ্কার করিয়া দিতেছে। বরুণ কহিলেন “ এই সপের নাম নিউ টনিং সপ। এই সমৰ কলের মধ্যে গাড়ির চাকা পরিষ্কারের কলই বড় আশ্চৰ্য্য । ” ব্ৰহ্ম । বরুণ, সপ শব্দের অর্থ কি আমাকে বাঙ্গাল করে বুঝাইয়। cग & ? বকুল । সপ শকে বাঙ্গালীয় দোকান। উপে । বরুণ কাক, ঐ ৰে গৃহের মধ্যে কয়েকট বাবু বসিয়া আছেন উইরা কি এই দোকানের দোকানী ? বরুণ এক প্রকার তাই বটে। ইহঁীর দোকানের হিসাব পত্র রাখেন এবং কোম্পর্মিীর যে যে দ্রব্যের অবশ্যক হয় রেকি পাইলেই প্রদান করেন। দেব রাজ ! স মুখে ঐ যে কতকগুলি এঞ্জিন মেরামত হইতেছে দেখিতেছ, উহার নাম ইরেকটিং সপ অর্থাৎ কল মেরামতের দোকান। ঐ দোকামের মধ্যে আরো কয়েকট দোকান আছে। যথা:–পেইণ্টিং অর্থাৎ চিত্রকরের দোকান, কারূপেন্টিং অর্থাৎ স্বত্রধরের দোকান এবং টেওরি অর্থাৎ গাড়িতে জল ও কয়লা রাখিবার স্থান নিৰ্ম্মাণের দোকান। এখান হইতে সকলে ওল্ড টৰ্ণিং সপে যাইয়া দেখেন নানা প্রকার কল বেগে ঘুরিয়া ক্ষুদ্র ক্ষুদ্র নানারূপ লৌহ ও পিতলের দ্রব্যাদি প্রস্তুত করিয়া দিতেছে। কল কারখান| দেখিয় দেবগণের বাক্য হরিয়া গেল । তাহারা আশ্চৰ্য্যাম্বিত হইয়া এটা কি ওটা কি প্রশ্ন করিতে ভুলিয়া গেলেন। এবং কোন কল কি উপায়ে এই সমস্ত কাৰ্য্য স্বল্প সময়ের মধ্যে নিৰ্ব্বাহ করিয়া দিতেছে অল্পক্ষ দেখিয় তাহ স্থির করিতে না পারিয়া