পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৪৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ললিতা । 889 হস্তিদন্ত, ময়ূর ও বানর প্রভৃতি ক্রয় করিয়া লইয়া যাইতেন। মহোদয় পাঠক ! দেখুন, ভারতের বানরগণেরও এক সময়ে কত অাদর ছিল! বিদেশীয়েরা এদেশে আসিয়া তাহাদিগকেও মহামূল্য বোধে ক্রয় করিয়া লইয়। যাইতেন। আর এখন ভারতের মহামূল্য বস্তুরও আমাদিগের নিকট আদর নাই ! এইরূপে ফিনিসীয়ানের ভারতে আসিয়া ভারতজাত দ্রব্য লইয়া যাই তেন। আর ভারতবাসীরাও তৎপরিবর্তে তাছাদের দেশ হইতে দ্রব্যাদি লইয়া আসিতেন, বা স্বদেশোৎপন্ন দ্রব্য তদেশে লইয়া যাইয়া বিক্রয় করিতেন। তাহারা মধুকরের ন্যায় মধু বিতরণ করিয়া মধুচক্রের নিকট আলস্যে বসিয়া কাল হরণ করিতেন, চতুর্দিক হইতে আবার মধুসংগ্রহের চেষ্টা করিতেন না, এমন কথন হইতে পারে না । হয় ত এই ফিনিসীয়ার বাণিজ্যোপলক্ষে অনেক হিন্দু তুরস্কে গিয়াই তথায় বাস করিতে বাধ্য হইয়াছিলেন। ঐবিহারিলাল চট্টোপাধ্যায় । ভাগলপুর। ললিত । Then to Sylvia let us sing That sylvia is excelling নলিনী সমান, কিবা শোভমান! সুচারু নয়ান মুরলা ধরে ; কিন্তু কার প্রাণে, কেহ নাহি জানে, প্রেম প্রতিদানে উজাল করে ;