পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৪৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাষার নমনীয়তা । 86 S উহ ফিরাইলে, ঘুরাইলে অনেক প্রকার রূপ ধার* করিতে পারে। মঙ্গুষ্যের কথা কি ? –পশু পক্ষীয় বুলির সঙ্গেও সংস্কৃত শব্দের অনেক সাদৃশ্য দেখাইতে পারা যায়। বাঙ্গালি ইংরেজ মেঘ ছাগ গো পারসী সংস্কৃত भ মামা ম্যা ত্যা হস্ব আত্মা অম্বা চাতকাদির বুলি পূৰ্ব্বে কথিত হইয়াছে। উপরে পিতা, মাত প্রভৃতি সংস্কৃত শব্দের অনুরূপ তদৰ্থ প্রতিপাদ্য অন্য অন্য ভাষার যে সকল শব্দ লিখিত হইয়াছে, সে সমুদায়ে অনেক বর্ণ ব্যতিক্রম ঘটিয়াছে। সংস্কৃত পিতৃ, ইংরাজি ফাদর, এখানে প স্থানে ফ, ত স্থানে দ, এবং ঋ স্থানে র হইয়াছে। পারসীক—পিদর এখানে ঋ স্থানে র, এবং ত স্থানে দ হইয়াছে। গ্রীক পাটর, ত স্থানে ট এবং ঋ স্থানে র হইয়াছে। সৰ্ব্বত্রই ইকারের লোপ হইয়াছে। সংস্কৃত অহম, পারসীক মু; খুঁখানে আদির দুই বর্ণ অ ও হ এককালে লুপ্ত হইয়াছে, কেবল শেষের ম’বণটা দীর্ঘ হইয়াছে। ইংরাজি—আই, এখানে কেবল আৰ্য অকারটা আছে। সংস্কৃত—ত্বম, পারगैौक छू- ७थांटन (ब) ७३ वटर्मब्र जस्थ*ांद्र१ (S) श्ब्र डेकब्र श्ब्राप्छ् ; ७ब६ অপর দুইটা ভাষাতে ত বর্ণস ও ট হইয়াছে। যদি সৰ্ব্বত্র বর্ণ ব্যতিক্রম, বর্ণলোপ, বর্ণাগম, বর্ণবিপৰ্য্যয়, গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ, (২) অসন্ধপ প্রত্যয়, নিপাতন এবং কৃদস্তের (৩) বাহুলক বিধির অনুসরণ করা যায়, তবে সংস্কৃত ( ১ ইক যণঃ সম্প্রসারণম, । প। ১ । ১। ৪৫ ৷ য ব র স্থানে যে ই উ ঋ হয়, তাহাকে সম্প্রসারণ বলে। (২) বাইসরূপে ইঞ্জিয়াম, পা । ৩। ১ । ৯৪ ৷ কোন ধাতুতে একটি প্রত্যয় প্রতিষেধ করিয়া অন্য প্রত্যয়ের ব্যবস্থা করিলেও নিষিদ্ধ প্রত্যয় প্রযুক্ত হইতে পারে । (৩) কচিৎ প্রবৃত্তিঃ কচিদপ্রবৃত্তি: কচিদ্বিভাষা কচিদন্যদেব । বিধেবিধানং বহুধা সমীক্ষ্য চতুবিধং বাহুলকং বদন্তি । কুদন্তে অনেক প্রকার প্রত্যর ব্যবস্থিত হয়। যেখানে কোন কোন প্রত্যয় প্রয়োগের নিয়ম নাই, সেখানে সেই সেই প্রত্যয় তবু ব্যবহৃত হইতে পারে। আবার যেখানে ঐ সকল প্রত্যয় প্রয়োগের বিধি আছে, সেখানে প্রযুক্ত নাও হইতে পারে। আবার কখন কখন উহাদের বিধান বিকল্পে হয় ; আবার কখন কথন এই তিন প্রকারেরও বিভিন্ন ব্যবহার হয়। এই চতুবিধ বিধানকে বাহুলক বলে।