পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৪৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8७8 কল্পঙ্কম | চী হইয়াছে। এই কথা বলিয়া বরুণ গৃহ মধ্যে প্রবেশ করিলেন এবং কড়ার আংটার ন্যায় একটা আংটা খট, খট শৰে নাড়িয়া দেবগণকে দেখাইতে লাগিলেন। o - . দেবগণ ভক্তিভাবে চওঁীকে ঘন ঘন প্রণাম করিলেন। বরুণ কহিলেন “ এই গৃহের এদিকে ৩। ৪ টা শিব, অন্নপূর্ণ, এবং পাৰ্ব্বতী আছেন। এবং প্রবেশ পথে মনির মধ্যে যে শিবমূৰ্ত্তি দেখিলেন, উনি কালভৈরব । দেবতার চওঁীস্থান হইতে বাহির হইতেছেন এমন সময় দেখেন ১০ । ১৫ জন লোক এক মৃত শরীর বহন করিয়া আনিতেছে। তাছাদের কাহারে হস্তে আগুনের হাড়ি, কাহারে হস্তে হ’ক কন্ধে, কাহারে বগলে কয়েক খানি নুতন বস্ত্র ও তাহার এক কোণে সোণ রূপ বাধা, কাছারে হস্তে এক খানি দা ও একটা কলসী। শব তখন চারি জনের স্বন্ধে ছিল। তাহার সমস্ত শরীর সপে জড়ান এবং তদুপরি একটা বাশ তিন চারি স্থানে কঠিন রজু দ্বারা দৃঢ়ৰূপে বাধা। কেবল পদ দুই খানি দেখা যাইতেছিল। বহনকারীরা গঙ্গাকে সন্নিকটে দেখিয়া উচ্চ রবে হরিধ্বনি করিল এবং পথ-শ্রমের ক্লাস্তি দূৰ্ব করিবার জন্য একটা অশ্বথ বৃক্ষের তলায় শৰ নামাইৰ এক জন স্পর্শ কক্কিা থাকিল, অপর কয়েক জন তামাকু খাইবার উদ্যোগ করিতে লাগিল। বৰুণ কহিলেন, “পিতামহ! ভাবিতেছিলেন এই সেই জামালপুরের বাসি মড়া আসিল ৷ ” এই সময় বহনকারীরা পরস্পরে কথোপকথন আরম্ভ করিল। এক জন কহিল “ এই মড়া বাহির করিবার জন্য বড় কষ্ট পাইতে হইয়াছে এবং অনেক নূতন নুতন কথা শুনিতে হইয়াছে। সকলেই পরিবারের দোহাই দিয়া আমাদিগকে নিরাশ্বাস করিয়া ফিরাইয়া দিয়াছেন। কি আশ্চৰ্য্য ! তাহদের কি এমন দিন উপস্থিত হইবে না ? বিধাতা কি তাহাদিগের ভাগ্যে মৃত্যু লেখেন माहे ? क्षेत्रंब्र श्रद*ाई ७ जद विषग्र cमथि८ङरश्न, ठिनि श्रदशाहे ऐशंद्र বিচার করিবেন। দুঃখের কথা কি কহিব অনেকেই মুক্ত কণ্ঠে কছিলেন * তোমরা কেন ময়লা ফেলার গাড়ী করিয়া লইয়া যাও না। " কেহ ৰা কহিলেন * ডেকরা নদীতে ফেলিয়া এস, তাহ হইলে ২ । ৪ জনেই লইয়া যাইতে সক্ষম হইবে আমাদের আর সাহায্য আবশ্যক হইবে না। ” আবার কতকগুলি লোক কহিলেন “ কবর দেও৷ ” এই কবর দেওয়ার कथाब्र स्रांबांब्र c*ांवकठ कब्रिग्रा अरनाक दलिट्लन “ दांत्रांलैौदमब्र श्रृंत्रांडीौद्ब्र