পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৪৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8१० : কল্পদ্রুম । ব্ৰহ্ম । ব্রাহ্মসমাজে ব্রাহ্মসংখ্যা এত কম কেন ? বরুণ। ব্রাহ্মসমাজের সময়ে সময়ে উন্নতি অবনতি দৃষ্ট হইয়া থাকে। যখন কোন আফিসের কোন ব্রাহ্ম বড় বাবু আসেন, তখন ইহার উন্নতি দেখে কে ? অনেক কেরাণী, বাবুর প্রিয় হইবার আশায় কপট ব্রাহ্ম সাজিয়া সমাজে আসিয়া থাকেন। আবার সেই বড় বাবু ব্রাহ্ম স্থানান্তরে বদলি হইলেই সভ্যসংখ্যা হ্রাস হইয়া থাকে। এক্ষণে এখানে কোন ব্রাহ্ম বড় বাবু না থাকাতে সমাজের অবস্থাও ভাল নহে। মুঙ্গের এই ব্রাহ্মসমাজটর জন্যও বড় বিখ্যাত । { ইন্দ্র। এই ব্রাহ্মসমাজের জন্য মুঙ্গের বিখ্যাত কেন ? . বরুণ। ব্রাহ্মধৰ্ম্মের বর্তমান প্রচারক ঐযুক্ত বাবু কেশবচন্দ্র সেন মহtশয়ের মুঙ্গের হচ্চে দ্বিতীয় লীলাভূমি। এই নগরে তাহার অনেক লীলা খেলা হইয়া গিয়াছে। তন্মধ্যে ব্রাহ্ম ও ব্রান্ধিকাদিগের সহিত চর-ভ্রমণই বড় বিখ্যাত। ঐ দিন কেশব বাবু সকলের সহিত চর ভ্রমণে যাইরা পরম ব্রহ্মের উপাসনাদি করিয়াছিলেন । ব্রাহ্মদিগের মধ্যে তাস খেলা ও এখানকার একটা মন্দ লীলা খেলা নহে। এখানকার ব্রান্ধের এক সময় কেশব বাবুকে অবতার স্থির করিয়া পাতের প্রসাদ খাইতেও উদ্যত হইয়াছিল । ইন্দ্ৰ তাহরীকেশব বাবুকে কোন অবতার স্থির করেন ? বক্ষণাঞ্জার কছেন “ নারায়ণ সম্বলপুরের মহাত্মা বিষ্ণু যশার ভবনে কবিরুপে জন্ম গ্রহণ না করিয়া গরিফা গ্রামের মহাত্মা রামকমল সেনের ভবনে কেশবচন্দ্র রূপে অবতীর্ণ হইয়াছেন । ইন্দ্র। নারায়ণ খুব সাবধান। দেখ, অনেক দিন তুমি পৃথিবীতে না আসায় বাজেয়াপ্ত হইতেছে । ১৪ বৎসর যদি উহারা বিনা আপত্তিতে ভোগ দখল করিয়া ফেলে, ভবিষ্যতে তুমি আদালতের আশ্রয় লইয়াও নিজ পদ প্রাপ্ত হইতে পরিবে না । বরুণ। দেবরাজ ! তুমিও সাবধান। ইংরাজরাজ দিন দিন যেরূপ উপাধি স্বষ্টি করিয়া বিতরণ করিতেছেন,যদি তাহারা “দেবরাজ” উপাধি স্থষ্টি করিয়া বিতরণ করিতে থাকেন, তোমার দশা কি হইবে ? ব্ৰহ্মা । বরুণ ! বড় সুন্দর উপদেশ দিচ্চে। প্রচারক জাতিতে কি বরুণ ! বরুণ । উনি জাতিতে র্তান্তি ।