পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৪৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন । 8ፃ « তৈল বাহির করিয়া মাখিলেন এবং সকলের অগ্রে রামকুণ্ডে স্নান করিতে লাগিলেন। তিনি একটা ডুব দিয়াই “ ওয়াক্ ” “ ওয়াক্ ” শব্দে চীৎকার করিয়া কহিলেন “ দেবরাজ ! এখানে স্নান করে না রাজশরীর মারা যাৰে। স্নান তোমার আজ তোলা থাক। বাবা রে, বিদঘুটে দুর্গন্ধ, ও মা ! মারা যাই ! পিতামহ নারায়ণের মুখে রামকুণ্ডের নিন্দ গুনিয়া অত্যন্ত রাগান্বিত হইয়া নারায়ণকে কহিলেন “ তুমি বড় বেশী বেশী আরম্ভ করলে। তুমি মহাতীর্থ সীতাকুণ্ডের নিন্দ করে কি পাপে লিপ্ত হচ্চো ভাব দেখি ? তোমার দোষ কি, কলির বাতাস গায়ে লাগচে কি না ? নারা । সীতাকুণ্ড কিসে মহাতীৰ্থ আমাকে বুঝাইয়া দিন। রামচন্দ্রের আর কাজ ছিল না তাই অযোধ্যায় প্রত্যাগমন সময়ে রাস্তার দুই ধারে সীতাকে পোড়াতে পোড়াতে নিয়ে গিয়েছিলেন। হ্যা, শাস্ত্রাদিতে যদি ইহার প্রমাণ দেখাইতে পারেন, আমি ভক্তিভাবে স্নান করিয়া সীতাকুণ্ডে পিও প্রদান করিতে প্রস্তুত আছি । .

  • * *

ব্ৰহ্মা। তবে জল এমন টগবগ করে ফুটছে কেন ? ...” নারা । উষ্ণ প্রস্রবণ তা ফুটবে না ? : ব্ৰহ্মা ! কি ? - নারা । উষ্ণ প্রস্রবণ । बक्र। खैक्ष अवदनई इडेक ञांब यांशई इबैंक प्रेक्षुद्रब्र. नाभ कटन যেখানে যাহা করা যায়, তাহাতেই পুণ্য আছে স্বীকার্যকর না? আয় উপ, আমরা নেয়ে নিই। উপ কৰ্ত্তার প্রিয় হইবার আশয়ে জলে নামিয়া ডুব দিয়া কহিল, “ কৰ্ত্ত জেঠ। — ব্ৰহ্মা ! কিরে ? উপ। যদি রাগ না করেন, ত বলি ?— ব্ৰহ্মা। বড় গন্ধ নয় ? নাক টিপে বাবা, নাক টিপে ডুব দেও, গন্ধ বলতে নেই। সীতাকুও মহাতীর্থ। এই সময়ে পাণ্ডাক্স আসিয়া মন্ত্র পড়াইতে লাগিল। পিতামহ জলে নামিয়া পান সরাইয়া ডুব দিতে লাগিলেন। র্তাহার কয়েকট কুণ্ড স্নান সমাপ্ত হইলে সীতাকুণ্ডে এবং প্রেতশিলায় পিণ্ডার্পণ করিলেন। তৎপরে শুষ্ক বস্ত্র পরিধান করিয়া পাণ্ডাদিগকে বিদায় করিতে গিয়া মহাবিপদগ্ৰস্ত