পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দৈহিক উন্নতি । $) কারণ কি ? শীর বলিষ্ঠ নয় বলিয়া শ্রমশক্তি সঙ্কুচিত হইয়। মাইগে। সেই সঙ্গে সঙ্গে কাৰ্য্যক্ষেত্রও সঙ্কুচিত হইয়া পড়ে। সুতরাং কভুকগুলির গল্প ও ক্রীড়া অবলম্বন হয়, আর যাহাদের সংসর্গ দোষ ঘটিয়া উঠে, তাহারা মাদক সেবনে রত হন। শেষোক্ত ব্যক্তিদিগকে দীর্ঘকাল नईनांन রঙ্গভূমিতে অভি নয় করিতে হয় না । দৈহিক উন্নতি না থাকাঙ্কত ဂ္ယီ છઠે দুর্দশ ঘটিতেছে তাহা স্পষ্ট প্রতিপন্ন হইতেছে। " পাঠক এরূপ বিবেচনা করিবেন না যে আমরা বঙ্গবাসিদিগকে লেখা পড়া পরিত্যাগ করিষা নিয়তকাল কেবল দৈহিক উন্নতিসাধন বিষয়ে, ব্যাপৃত থাকিতে অনুরোধ করিতেছি । ইংলণ্ডজেতা উইলিয়মের :೫! মুর্থ সহচর ও তৎপরবর্তী নৰ্ম্মাণ জমিদারেরা যেমন কেবল যুদ্ধ দাঙ্গ৷ ক্ষমা অস্ত্র ক্রীড়া প্রভৃতি দ্বারা দৈহিক উন্নতিসাধন করিয়াছিলেন U 한 আমাদিগের দেশের পূর্ব জমীদারেরাও যেমন নিয়তকাল দাস্কায় ব্যাপৃত ইয়া শারীরিক উন্নতি বিধান করিয়াছিলেন, বঙ্গবাসীরাও সেইরূপ লেখা পড়া পরিত্যাগ করিয়া শারীরিক উন্নতি-বিধানে মৃত্নবান হউন, এ কথা বল। মামাদিগের অভিপ্রেত নহে । বঙ্গদেশীয়ের দৈহিক উন্নতির অভাবে ক্রমে দি শীর্ণ হইয় পড়েন, এ ধ নও তাহাদিগের যে কান্তিপুষ্টি আছে তাহা যদি বিলুপ্ত হইয়া যায়, এখনও যে চলৎশক্তি আছে তাহীও মদি রহিন্তু হয়, অপিক কথা কি ঙ্গিদেশ যদি উৎসন্ন যায়, তাহাও ভাল তথাপি বঙ্গবাণীরা উইলিয়মের সহচর ন্মিাণ জমিদার ও ভারতের পূর্ব জমীদারদিগের ন্যায় অনগর কাণ্ডজ্ঞান ইন চৰ্বব্যাকৰ্ত্তব্য বিবেচনাশূন্য হইয়া কেবল দৈহিক উন্নতি-বিধানে ব্যাপৃত না ন। আমরা রাধা গোয়ালা ও আসানন্দ টেকি চাহি না। কুমিরা নন্দের ਖੋ পট অনুরক্ত মন্ত্রী রাক্ষসের ন্যায় বঙ্গবাসিদিগকে বলবিক্রমশালী ও কৃতবিদ দখিতে চাহি । আমরা পূৰ্ব্বেই বলিয়াছি মানসিক উন্নতি বিন দৈহিক উন্নতি বিফল হয়। কেবল বিফল নয়, মহৎ অনার্থের কারণ হইয় উঠে । আমরা যে নৰ্ম্মাণ জমীদারদিগের কথা কহিলাম, মানুষ যেন তেমন নহয়, তাহারা ব্যাঘ্র ভল্লুকাদির অপেক্ষাও অধিকতর নির্দয় নিৰ্ম্মম ও অধিকতর ভয়ঙ্কর ছিল। লেখা পড়া না জানাতে তাম্বাদের কিছুমাত্র ধৰ্ম্মাধৰ্ম্ম জ্ঞান ছল না। তাহারান করিয়াছে এমন কুকৰ্ম্ম নাই , তাঁহার এক একটা গ্ৰ নিৰ্ম্মাণ করিয়া বাস করিত। সেই দুর্গ মধ্যে যে কণ্ঠ নিরপরাধ স্ত্রী বাণপ