পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Gł o 8 কল্পদ্রুম। যথেদং শাবমাশৌচং সপিণ্ডেযু বিধীয়তে। জননেপোবমেব স্যান্নিপুণং গুদ্ধিমিচ্ছতাং ॥ ৬১ ৷ যেমন এই দশাহদি মরণাশোঁচ সপিণ্ডের বিধান করা হইতেছে, তেমনি পুত্রাদির জন্ম হইলেও যাহারা সম্যক শুদ্ধি ইচ্ছা করে, তাহদেরও এইরূপ অশৌচ হইয়া থাকে। সৰ্ব্বেষাং শাবমাশৌচং মাতাপিত্রোস্তু স্বতকং । স্বতকং মাতুরেব স্যাদুপ"শ্য পিতা শুচি: ॥ ৬২ ৷ যাহার অশৌচ হয়, সে অস্পৃশ্য এবং দৈব পৈত্রাদি কৰ্ম্মে অনধিকারী হয়। মরণাশোঁচে এই অস্পৃশ্যতা ও এই অনধিকারিত সকল সপিণ্ডেই তুল্য রূপ হইয়া থাকে। জন্মনিমিত্ত অস্পৃশ্যতা কেবল মাতাপিতার হয়, অপর সপিণ্ডের হয় না। তাহার মধ্যে বিশেষ এই, জনন নিমিত্ত মাতার অস্পৃশ্যত। দশ দিন থাকে, পিতা স্নান করিয়া শুদ্ধ হন । নিরস্য তু পুমান শুক্রমুপম্পূশৈব শুধ্যতি । বৈজিকাদভিসম্বন্ধাদনুরুন্ধ্যাদঘং জ্যহং ॥ ৬৩ ৷ পুরুষ ইচ্ছা পূর্বক রেতঃপাত করিলে স্নান করিয়া শুদ্ধ হয়। অকামতঃ রেতঃপাতে স্নানের প্রয়োজন নাই। কিন্তু ব্রহ্মচারির অকামতঃ রেতঃপাতে স্নান করা চ্যাবশ্যক इयू । অার পরস্ত্রীতে অপত্যেtৎপাদনার্থ রেতঃপাত করিলে ত্রিরাত্র অশৌচ হুইয়া থাকে। আহ্লা চৈকেন রাত্র্য চ ত্রিরাত্রৈরেব চ ত্রিভিঃ । শবপূশোবিগুধান্তি ত্র্যহাদুদকদায়িনঃ ॥ ৬৪ । যে সকল সপিণ্ডের বৃত্তস্বাধ্যায়াদিগুণ নিবন্ধন এক দিন অশৌচ হুইবার কথা, যদি তাহারা স্নেহাদির বশীভূত হইয়া শব স্পর্শ করে, তাহ হইলে তাহীদের দশ দিন অশৌচ হইবে। সপিণ্ডের কথা এই গেল। সমানোদকেরা যদি শব স্পর্শ করে, তাহা হইলে তাহাদের তিন দিন অশৌচ হয়। গুরোঃ প্রেতস্য শিষ্যস্তু পিতৃমেধং সমাচরন। 羲 প্রেতহারৈ; সমস্তত্র দশরাত্রেণ শুধ্যতি ॥ ৬৫ ৷ শিধ্য যদি অসপিও মৃত আচাৰ্য্যাদির অস্ত্যেষ্টিক্রিয় করে, তাহা হইলে মৃত আচাৰ্য্যাদির দাহকারী সপিণ্ডের ন্যায় সেই ভিন্নগোত্র শিষ্যেরও দশ দিন অশৌচ হইবে। -