পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্পদ্রুম। سb ?) আছে, তাহার অধিকাংশই শ্বে তবর্ণের। তুমি বর্ণের উপর লক্ষ্য না করিয়া, সৌন্দৰ্য্য ন৷ ভাবিয়া, কতকগুলি কেবল মনোরম গন্ধবিশিষ্ট ফুলের নাম কর, দেখিবে उtशब প্রায় সুকল গুলিই শ্বেতবর্ণের । যুই, চামেলী, বেল, গন্ধরাজ, নবমরিকা, কামিনী, মাধবী, চাপা, কুন্দ, সেফালী, কুমকো, পদ্ম রজনীগন্ধা, কাটালী চাপা, স্থলপদ্ম, বকুল, নাগেশ্বর, কদলীচাপা, শিঙ্গাহার নেবুফল, মালতী, টগর, গন্ধমালতী, বনমরিকা, জহরচাপা ইত্যাদি। আমাদের দেশের এই সকলই অতিশয় প্রশংসিত ও মনোরম গন্ধবিশিষ্ট ফুল। কিন্তু দেখ ইহার মধ্যে কেবল চাপা, বুধকো, পদ্ম, কাটালী চাপা ও স্থলপদ্ম, এই পাঁচটা মাত্র অন্য বর্ণের হইল। আবার দেখ এই পাঁচটা শ্বেত বর্ণের না হইলেও, ইহাদের একটা ব্যতীত কাহাবুও বর্ণের প্রকর্য হয় নাই । চাপ হরিং বর্ণের, কৃেনি ঘোর বর্ণের নয়, চাপ দিবসের অবসানে ফুটে, রাত্রিতে হরিৎ বা পীত শ্বেত বলিয়া বোধ হয়। কুসকো ফুলে কেবল বর্ণের উৎকর্ষ দেখিতে পাত্তয়া যায় ; ইহা দিবসে ফুটে এই সময়েই বর্ণের বৈচিত্র্য লক্ষিত হয় বলিয়া এরূপ হইয়াছে। পদ্ম শ্বেতবর্ণেরও আছে, এবং পূর্বে কথিত হইয়াছে যে শ্বে ত ব্যতীত অন্য বর্ণের মধ্যে যে শ্বেত উপজাতীয় ফুলের সম্ভব হয়, তাহা কেবল অপর বর্ণের উপরে সঙ্গমের অধিকার সুবিধা লাভ করিবার জন্য। কাটালী চাপ পীতবর্ণের ফুল, ইহাও সন্ধার সময় ফুটে এবং অন্ধকারেও লক্ষিত হইয়া কটাদি দ্বারা সঙ্গমিত ভয় । স্থলপদ্মের বর্ণ ধূসর ; ধূসর একটা বেগিক বর্ণ, ইহাতে শ্বে ত বিমিশ্রিত আছে সকলেই জানেন, ইহাও অপরাহ্লে ফটে। পচিশটা মনোরম ফলের মধ্যে কেবল পাঁচটা শ্বেত বর্ণের হইল না, কিন্তু আবার দেখ এই পাচটার মধ্যে কেবল একটা মাত্র অন্য বর্ণের হইল, ( দিবসে ফুটবার জন্য ) অবশিষ্ট চারিটার কাহারও বর্ণের গুরুত্ব বা প্রকর্ষ হয় নাই । বিচিত্র এই, উল্লিখিত পচিশটা ফুলের মধ্যে কেবল এক ঝুমকোই দিবসে ফুটে ও রাত্রিতে মুদিত হয়, আর চব্বিশটার কোনটী দিবদাস্তে, কোনটা নিশাগমে, কোনটা বা অদ্ধরাত্রে ফটে। রাত্রিতে নত ੀ ফুটে তাহার সকলই মনোরম গন্ধাতিশয্যের জন্য প্রসিদ্ধ। কিন্তু দিবসে গে সকল ফল ফটে তাহদের গঠন ও বর্ণের চারুতা হইলেও উহার তেমন মুগন্ধ হয় না। ইহার তাৎপর্য এই যে, দিবসে সৌন্দর্য্য বিশিষ্ট লক্ষিত হয়, কিন্তু রাfএর ওমলে কিছুই দৃষ্টিগোচর হয় না, ५भन अद