দেবগণের মর্ত্যে আগমন । 48» এখীন হইতে দেবতারা একদিকে যাইতেছেন, এমন সময় দেখেন একটা পেট মোট বাবু ২ । ৩ টা মোসাহেব সমভিব্যাহারে নগর ভ্রমণে বাহির হইয়াছেন। বাবুটর পেট একটা ছোট খাট জাল বিশেষ। র্তাহার গলদেশে এক গোছা যজ্ঞোপবীত এবং স্কন্ধে এক খানি কেঁচোন চাদর। পৈতা গাছটা লোককে দেখাইয়া প্রণাম আদায় করিবার অভিপ্রায়ে গাত্রে তখন পরাণ দেন নাই। হাতে এক গাছি পিচের ছড়ি। বাবু তখন কহিতেছেন “ সেজে খুড়ে যে অহঙ্কার করেন আমার চাইতে তিনি বড় কি সে ? বিষয় উভয়েরই সমান, পরিবারকে গহন। বরং তাহার অপেক্ষ আমি বেশী দিইছি। কোম্পানীর কাগজও আমার চাইতে র্তার বেশী হবে না । কিন্তু তা বলি তাহার মত কৃপণ হলে আমি আরো এক লক্ষ টাকা সঞ্চয় করতে পারতাম। যে মদ খায় না বেশ্য রাখে না সে আবার কিসের অহঙ্কার করে ? রাখুন দেখি, আমার মত বেতন দিয়ে একটা বেশ্য রাখুন দেখি, তবে বাহাদুর বুঝবে। এই আমি পশ্চিম ভ্রমণে ভাগলপুরে আসিয়া ৫ ৬ মাস বাস করচি ইহাতেই কি আমার কম খরচ হচ্চে ? এক জন মোসাহেব কহিল “ আজ্ঞে, আপনার অপেক্ষ তিনি কোন বিষয়েই বড় নহেন। তবে বাপের ভাই, এজন্য সম্বন্ধে বড় হয়েছেন বটে।” এই সময় “ চাই পাউরুটি, ” “ চাই বিষকুট ” শব্দ করিতে করিতে এক জন মুসলমান, বাবুর নিকট আসিয়া কহিল “ বাবু পাউকটি চাই ? ” বাবু। তো বেটার পাউরুটি খেলে পেটের অসুখ হয়। করিম বক্স দিয়া যায় তার গুলো বরং স্তোর অপেক্ষ ভাল। তোরা পাউরুটিতে কুকড়োর ডিম দিসনে বটে ? রটি বি। দিই বৈকি বাৰু, কুকড়োর ডিম দিইনেস্তে কি দিই? বাৰু। আমার বোধ হচ্চে তোরা ঘুঘুব ডিম দিস। কারণ সে দিন কলকাতা হতে খেয়ে এলাম তাদের রুট যেমন মুম্বা তেমি মোলয়েম আহা ! মুখে দিতে দিতে যেন মিল য়ে যায়, তোদের রুটি অমন শক্ত থাকে কেন ? ব্ৰহ্ম । ত্রবিষ্ণু বরুণ একি ? সমস্ত অখাদ্যই প্রায় পেটে যায়, তবে আবার গলদেশে যজ্ঞস্বত্র ধারণের কারণ কি ? বরুণ। তা না হইগে সমাজচ্যুত হইতে হয়। ঐ কয়েক গাছি স্থত। বড় কম নয়। যতক্ষণ গলে থাকে, সকল দোষ ঢাকিয়া যায়। গল হইতে পরিত্যাগ করলেই যন্ত বিপদ, সমাজ তাহাকে সমাজচ্যুত কণ"
পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।