€88 কল্প ক্ৰম । টাঙ্কার কেরাণীগিরি কৰ্ম্ম করিতেছেন, তিনিও শিক্ষিত স্ত্রী প্রার্থনা করেন। সময়ে সময়ে ঐ বিষয়ের লেক্চার দেন । কি আশ্চৰ্য্য ! যে নিজে অশিক্ষিত, তাহার আবার শিক্ষিত স্ত্রীর আশা করা কি ধৃষ্টতার কাজ। এই সব দেখিয়া শুনিয়া পিতা মাতা অগত্যা কন্যাগণকে বিদ্যালয়ে দেন । ব্ৰহ্মা। দেখ বরুণ! দেশে যেরূপ অকাল মৃত্যুর প্রাচুর্ভাব তাহাতে বোধ হয় অল্পবয়স্কা, অল্প শিক্ষিত বিধবা স্ত্রীলোকের সংখ্যাই বেশী। অল্প শিক্ষার গুণে কুলে কালী দিয়া পিতা মাতাকে কাদাইতে পারে ইহ কি তুমি বিশ্বাস কর না ? বরুণ । বিশ্বাস করা করি কি অনেক স্থলে ঐ রূপ ঘটনা ঘটিতেছে । এই সময় দেবগণ শুনিলেন একটা গৃহ মধ্যে কতকগুলি স্ত্রীলোক হে হে শব্দে হাস্য করিয়া কহিতেছেন—ওমা, কোথা যাব ! মুকী বলে কি র্য। — বলে “ এবার আমি দুর্গে অষ্টমীর বক্ত নেবো । ” ওমা ছিঃ ছিঃ ! এথন ওর পাড়া গেয়ে স্বভাব যায় নি ? ব্রত করে কি হয় ?—ওর চাইতে ঐ টাকায় ও কেন দান গড়ায়ে গলায় দেক্ না। দেখ মুকী, ওসব এখানে হবে টবে না ; ইচ্ছা হয় দেশে গিয়ে যা খুসি করিস । ব্ৰহ্মা। বরুণ ! স্ত্রীলোকের বলে কি ? বরুণ। বাঙ্গালা হইতে মোক্ষদ নামে কোন স্ত্রীলোক এখানে নূতন আসিয়াছেন। র্তাহার হিন্দু ধৰ্ম্মে বিশ্বাস থাকায় কোন ব্রত লইব বলায় এখানকার স্ত্রীলোকের তাহাকে লইয়া কৌতুক করিতেছেন। এখানকার অনেক স্ত্রী নাস্তিক স্বামীর সহবাসে নাস্তিক হইয়াছেন। ইহারা হিন্দু মতে ব্ৰত নিয়ম করিতে ইচ্ছা করেন না । مج۔ ব্ৰহ্ম । হু —কলির প্রধান লক্ষণ যা তা সব ঘটেছে । হিন্দুদিগের বহিৰ্ব্বাণিজ্য । বt প্রাচীন কালে যে যে জাতির সহিত হিন্দুদিগের সবিশেষ সম্পর্ক হয়। আমরা “ হিন্দুদিগের বহিৰ্ব্বাণিজ্য ” এই শীর্ষক প্রস্তাব লিখিতে লিখিতে সহসা কেন “ প্রাচীনকালে যে যে জাতির সহিত হিন্দুদিগের সবি
পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।