¢S ९ কল্পদ্রুম | আমোদ করি না, পরিহাস করি না। বোধ করি প্রতিবাদের ঐ অংশটুকু লিখিবার সময় যাদব বাবুর মন বিষয়ান্তরে আকৃষ্ট হইয়াছিল ; কেন না, রামায়ণের আদ্যোপাস্ত পড়িয়া তিনি গোড়ার প্রথম পংক্তির সংবাদ রাখেন না, এ তে কিছুতেই বিশ্বাস-যোগ্য নহে। রামায়ণের প্রথম পত্র খুলিলেই मूठे श्ब्र তপঃস্বাধ্যায়নিরতং তপস্বী বাশ্বিদণস্বরং । নারদং পরিপপ্রচ্ছ বাল্মীকিমুনিপুঙ্গবং । > | } { } তপোনিরত বেদবিত মুনিশ্রেষ্ঠ নারদকে বাল্মীকি জিজ্ঞাসা করিলেন । তিনি কি জিজ্ঞাসিলেন ?— কোম্বস্মিন সাম্প্রতং লোকে গুণবান কশ্চ বীৰ্য্যবান ? ইত্যাদি
- 1 × { * সম্প্রতি ভূতলে কে বিলক্ষণ গুণবান বীৰ্য্যবান ? ইত্যাদি বাল্মীকির বাক্যাবসানে দেবর্ধি নারদ উত্তর করিতেছেন—
ইক্ষাকুবংশ প্রভবোরামোনাম জনৈঃ শ্রুতঃ । ইত্যাদি ইক্ষাকু-বংশ সস্তুত রামনামে লোক প্রসিদ্ধ। ইত্যাদি পাঠক ! দেখুন, নারদেরই মুখে বাল্মীকি প্রথমে রামায়ণ বৃত্তান্ত শুনিলেন । কিয়ৎকাল পরে লোক পিতামহ ব্ৰহ্ম আসিয়। বলিলেন বৃত্তং কথয় রামস্য যথা তে নারদাচ্ছ্বতম। রহস্যঞ্চ প্রকাশঞ্চ যদৃত্তং তস্য ধীমতঃ । ইত্যাদি ు | : 9చి নারদের মুখে ধীমান রাম বৃত্তাস্ত যাহা শুনিয়াছ তাহা বর্ণনা কর, যাহা তুমি এখন জান না ( তাহা জানিতে পারিবে –পরের শ্লোকে আছে ) বাল্মীকি তখন কি কুরিলেন – স যথা কথিতং পূৰ্ব্বং নারদেন মহাত্মন রঘুবংশস্য চরিতং চকার ভগবান্মুনি । ১।৩। ৯ পূৰ্ব্বে মহাত্মা নারদ রঘুবংশের কথা যেরূপ লিখিয়াছিলেন, ভগবান বাল্মীকি মুনি সেইরূপ লিখিলেন।