পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

પ98 ર কল্পঙ্কম | হইয়া আসিয়া দুঃখেও বুক ফাটতেষ্ট্রেমনে মনে ভাবিতেছি এমন কুকৰ্ম্ম কেন করলাম, এ অপেক্ষ আমার যে আত্মহত্য ছিল ভাল। - বলিয়া যুবতী কাদিতে লাগিল । পুলিষ ও দর্শকবর্গ এই কথা শুনিয়া চলিয়া গেল। দর্শকদিগের মধ্যে একজন কহিল “ মাগী উপযুক্ত শিক্ষা দিয়েছে। " আর এক জন কহিল “ আমার ওরূপ হলে দুজনকেই কেটে ফাঁসি যেতাম।” একজন যুব দর্শক অপর যুবকে কহিল “গমস্ত বেটার কপাল ভাল নানালঙ্কার ভূষিত। ” দ্বিতীয় যুব কহিল “ আমি ওরূপ জমীদার পেলে পেট ভাতায় চাকরী করি। “ দেবগণ চাহিয়া দেখেন পিতামহ নিকটে নাই। অনুসন্ধান করিতে করিতে দেবতারা তাহাকে একটা বটবৃক্ষের তলে প্রাপ্ত হইলেন। তখন তিনি নয়ন মুদ্রিত করিয়া দুর্গা নাম জপ করিতেছিলেন । নারায়ণ ডাকিলেন “ পিতামহ । পিতামহ ! উঠুন। ° ব্ৰহ্ম নয়ন উন্নীলন করিয়া কহিলেন “ বরণ ! ও কি দেখলাম ? ” বরুণ। আপনার স্থই বিশ্বরাজ্যরূপ রঙ্গভূমিতে দম্পতী ব্যবহার প্রহসনের অভিনয়। হাতে কলমে করেচেন কাজ না দেখলে হৃদয়ঙ্গম হবে কেন ? এথান হইতে দেবগণ জেলখানার উত্তরাংশে যাইয়া উপস্থিত হইলে বরুণ কহিলেন “ এই স্থানে গঙ্গাতীরে ছুটী অস্তৃত সুড়ঙ্গ অাছে। দেবরাজ সুড়ঙ্গ দেখিবার ইচ্ছা প্রকাশ করিলে বরুণ সকলকে লইয়া দেখাইতে চলিলেন । সকলে উকি মারিয়া দেখিয়া অত্যন্ত বিঘ্নিত হইলেন । নারায়ণ কহিলেন বরুণ ! এই সুড়ঙ্গ মধ্য দিয়া গৃহাদির ভগ্নাবশেষ দেখা যাইতেছে উহ! কি ? বরুণ। অনেকে ইহাকে মুনিকোটর কহে । তাহার কহে–পূৰ্ব্বকালে কোন মুনি এই স্থানে বসিয়া তপস্যা করিতেন। আবার কতকগুলি লোকে কহে—ইহা দহাদিগের বাসগৃহ। ফলতঃ এখানে দস্থ্য থাকিবার কোন সম্ভাবনা নাই, মুনিকোটর হওয়াই সম্ভব। কিছু দিন হইল এখানকার ভূতপূৰ্ব্ব জজ টি, সাণ্ডিস সাহেব ঐ গহ্বরদ্বয়ের উপরিভাগ ইষ্টক দিয়া বাধাইয়া দিয়াছেন । অনেকে এই গহবর আগ্রহ সহকারে দেখিয়া থাকেন ।