পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন । \b>ふ হস্তে যাইতে যাইতে এক স্থানে উপস্থিত হইলে নারায়ণ কহিলেন “ বরুণ সম্মুখে এ বাড়ীটা কাহার ? - o বরুণ। ধনপৎসিংহ নামক এক ধনাঢ্য ব্যক্তির, ই হার বিলক্ষণ ধন সম্পত্তি আছে। এবং ইহার যত্নে আজিমগঞ্জে পরেশনাথের একটী দেবালয় আছে। তদ্ভিন্ন ধনপৎ বাবু নিজব্যয়ে এখানে একটী বিদ্যালয় স্থাপিত করিয়াছেন । ঐ বিদ্যালয়ে গরিব ছাত্রদিগকে মাসিক পাচ টাকার হিসাবে বৃত্তি দিয়া বিদ্যাদান করা হইয়া থাকে। ইহার একান্ত ইচ্ছা কাপড়, তেল ময়দা প্রভৃতির কল চালাইয়া দেশে স্বাধীন ব্যবসা প্রচলিত করেন ; কিন্তু পাছে ফেল হন এজন্য সাহস করিতে পারিতেছেন না । ব্ৰহ্ম ৷ ব্যবসা করিলে ফেল হইবেন কেন? বরুণ বিলাতের ম্যানচেষ্টার নামক স্থানের বণিকেরা ভারতের যাবতীয় বস্ত্র সরবরাহ করিয়া থাকেন। পূৰ্ব্বে ঐ বণিক সম্প্রদায়কে গবর্ণমেণ্টে কর দিতে হইত ; এক্ষণে আর করদান না করিয়া তাহারা বিনা করে বাণিজ্য করিতে পাইতেছেন ; সুতরাং নিস্কর বণিক সম্প্রদায় যে দরে বস্ত্র বিক্রয় করিবেন, সকর ধনপৎসিংহ সে দরে কাপড় বেচিলেই ফেল হইবেন। ইন্দ্র । ভাল বরুণ ! তাহদেরই বা কর দিতে হয় না কেন, আর ইহাদেরই বা কর দিতে হয় কেন ? বরুণ। র্তাহার। যে অনেক দূরদেশ হইতে আসেন ! এখান হইতে সকলে ভাগীরথী তীরে উপস্থিত হইয়া দেখেন—ভাগীরথী যেন নগরের শোভা সৌন্দর্য্যে মুগ্ধ হইয়া নগরটকে দ্বিখণ্ডে বিভক্ত করিয়া কল কল শব্দে নৃত্য করিতে করিতে ছুটতেছেন। দেবতার। ঘাটে উপস্থিত হইবামাত্র অনেকগুলি মুসলমান মাঝি নিকটে ছুটিয়া আসিল এবং কহিল “ আইসেন বাবু, আমার লায়ে আইসেন। ছয় আনা ভাড়া নিমু, বহরমপুরে চড়য়ে লয়ে যাইমু ; কোন কষ্ট অইবে না। নারা । বরুণ ! পরপারে দেখা যাইতেছে ও স্থানের নাম কি ? বরুণ । উহার নাম জিয়াগঞ্জ, আজিমগঞ্জ ও জিয়াগঞ্জে কে য়েরাই বাস করিয়া থাকে । উহারা সকলেই প্রায় সঙ্গতিশালী লোক। এবং প্রত্যেকেরই গৃহে প্রায় এক একট প্রস্তরের পরেশনাথ আছে। 象 দেবগণ ঘাটে স্নান সারিয়া খেয়ায় পার হইয়া পরপারে যাইয় দেখেন দোকানে নানা প্রকার উত্তম উত্তম খাদ্য দ্রদ্য বিক্রয় হইতেছে । তাহার