পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন । ૭રંક হস্তে অৰ্পিত হইয়াছিল। পরিশেষে ইংরাজ বন্ধু জগৎশেঠকে দুরায়। নৰাৰ মিরকাসিম মুঙ্গেরের গঙ্গায় জলমগ্ন করিয়া হত্যা করেন। অদ্যাপি তাহার বংশাবলিরা এই বাড়ীতে বাস করেন বিষয় বিভব আর তাদৃশ नाहे । ক্রমে দেবগণের গাড়ী নসীপুরের রাজবাটীর নিকট দিয়া নবাবের চকের মধ্যে প্রবেশ করিল। স্থানটীর সৌন্দৰ্য্য দর্শনে মুগ্ধ হইয়া পিতামহ কহিলেন * বরুণ ! এ নগর নিৰ্ম্মাণ করে কে ? ” বরুণ। অনেকে বলে—আকবর বাদস। এই নগর নির্মাণ করিয়াছিলেন। কিন্তু আইন-আকবরি নামক মুসলমান গ্রন্থে তাহার কোন উল্লেখ নাই ; ফলতঃ ১৭০৪ খ্ৰীঃ অব্দে মুরশেদখুলি খী নামক এক জন নবাব এই নগর নিৰ্ম্মাণ করিয়া নিজের নামানুসারে ইহার নাম মুরশিদাবাদ রাপেন । এই সময় তাহাদের গাড়ী নবাবের নূতন বাড়ীর নিকট গিয়া থামিল । তাহারা গাড়ি হইতে নামিয়া সবিস্ময়ে উপর দিকে চাহিতে লাগিলেন। র্তাহীদের চাউনি দেখিয়া যেন প্রাসাদোপরিস্থ নীল, লাল, কাল বর্ণের পতাকা সকল বায়ুভরে চটচট, চটচট, শব্দ করিয়া ব্যঙ্গ করিতে আরম্ভ করিল। বরুণ । দেখুন পিতামহ ! এই বাড়ীট দীঘে ৪২৫ ফিট, প্রস্থে ২০০ শত ফিট এবং উচ্চে প্রায় ৪০ ফিট হইবে। ইহা নিৰ্ম্মাণ করিতে বিশলক্ষ টাকা ব্যয় হইয়াছিল। বাড়ীর প্রত্যেক গৃহ নানা প্রকার দ্রব্য সামগ্রী দ্বারা সুসজ্জিত করা আছে। মধ্যস্থলে ঐ যে একট গম্বুজের আকৃতি দেখিতেছেন ঐ স্থানে ১৫০ ডালের একটী অতি উৎকৃষ্ট ঝাড় ঝুলান আছে। ঝাড়টা মহারাণী ভারতেশ্বরী নবাবকে উপঢৌকন দিয়াছিলেন । ঐ বাড়ীতে হাতির দীতের কারুকার্য্য করা এক খানি নবাবের সিংহাসন আছে। ইন্দ্র । নবাবের অন্দর মহল কি এই বাড়ীর মধ্যে ? বরুণ। না, ঐ যে দূরে জেলখানার ন্যায় বহুদূর বিস্তুত প্রাচীর দেখিতেছ ঐ নবাবের অন্দর মহল। অন্দর মহলের প্রথম প্রবেশ দ্বারে যমদূতাকৃতি খোজারা পাহার দেয় । তৎপরে ভিতর দ্বারে ভৈরবী আকৃতি স্ত্রীলোBBDS DDD DD BBB S DDD DBBS SBBBB BDDDD DDDD আজ্ঞা নাই । 彎 এই সময় নবাব বাড়ীর সন্নিকটে নহবৎ বাজিতে লাগিল। নারায়ণ কহিলেন “বরুণ এ নহবৎ কোথায় বাজচে ?”