९ २ॐ কল্পদ্রুম | বরুণ"। এমাম বাড়ীতে। ঐ স্থানে প্রত্যহ সন্ধ্যাকালে, প্রাতঃকালে এবং দুই প্রহরের সময় নহবৎ বাজিয়া থাকে । এই সময় “গুবুৎ" শব্দে একটা তোপ হইল। হঠাৎ তোপধ্বনি হইবামাত্র দেবগণ চমকাইয়া উঠিলেন। তাহাদের বুক দুকু দুক, করিতে লাগিল। ক্রমে গুবুৎ ২ শব্দে কতকগুলো তোপ হইয়া গেল । - নারা । বরুণ ! এরূপ কামানের শব্দ করছে কেন ? বরুণ। বোধ করি নবাব মফস্বলে গিয়াছিলেন প্রত্যাগমন করিতেছেন তাই তার সম্মানার্থ তোপ হইতেছে। ইন্দ্র । মফস্বল হইতে প্রত্যাগমন করিলে তোপ হয় ? বরুণ। ইঁ্য ভাই, নবাব মফঃস্বলে যাইলে, কি প্রত্যাগমন করিলে, সন্তান জন্মিলে, কোন পৰ্ব্বদিন উপস্থিত হইলে তোপধ্বনি হইয়া থাকে । তদ্ভিন্ন প্রত্যহ রাত্রি দশটা এবং চারিটার সময় তোপদাগ হয় । ইন্দ্র । দেখ বরুণ, রাজা কোন স্থানে যাইলে কিম্বা প্রত্যাগমন করিলে অথবা সন্তান জন্মিলে তোপ দ্বারায় সাধারণকে জ্ঞাত করান উপায়ট মন্দ নহে । আমি ইচ্ছা করেছি স্বর্গে গিয়াই কামান পাতবো । কারণ একজন রাজা বিদেশ হইতে দেশে আসিলে প্রজার প্রায় ৫ । ৭ দিন পর্যন্ত জান্তে পারে না। অথচ ২ । ৪ বার কমানের শব্দ করলে সকলেই জান্তে পারবে দেবরাজ দেশে এলেন। বরুণ নবাব বাড়ীর কামান গুলোর আকৃতি আমাকে দেখাতে পার ? “ চল” বলিয়। বরুণ তঁহি দিগকে নবাবের বাটীর সম্মুখে লইয়া যাইয়। দেখাইতে লাগিলেন। দেবরাজ অনেকক্ষণ একদৃষ্টে চাহিয়া দেখিয়া কহিলেন কামানটী প্রায় দশ হাত হইবে । * এখান হইতে সকলে এক স্থানে যাইয়া উপস্থিত হইলে উপ কছিল “বরুণ কাক দেখা যাচ্ছে ওটা কি ?” - বরুণ । নারায়ণ ! সমুথে নবাবের এমমি বাড়ী দেখ। হুগলীতে একটী এমাম বাড়ী আছে তদপেক্ষায় এ এমাম বুড়ীটা বৃহৎ। এইখানে মুসলমানের উপাসনাদি করিয়া থাকে। এমাম বাড়ীর ওদিকে ২ । ৩ টা পিতলের কামান আছে। মুসলমানদিগের কোন পর্বোপলক্ষে এ বাড়ীতে এমন ভীড় হয় যে বায়ু প্রবেশের পথ থাকে না । মহরমের সময় এই স্থানে অতিরিক্ত জাক জমক হইয়া থাকে।
পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।