পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অশোকবনে সীতা । ჯ, *) °> ভেবে ভেবে ক্ষীণ করেছে কায় । থাকে থাকে হয় পাগলের প্রায় তোরে যেন কাছে দেখিবারে পায়, এক দৃষ্টে, যত তব পানে চায়, তোমার বিলাস বিভ্রম হেরে । আনন্দে দুবাহু পসারিয়া, হায় ? তোমারে আশ্লেষ করিবারে ধায় ; হায় রে । যখন সাক্ষাত না.পায়, পুনৱtয় পড়ে অবনী পরে । কত্ব হাসে, কৰ্ভু আশ্র জল ঝরে, কতু যেন তুমি অভিমান ভরে করিলে গমন, তব পদে ধরে, কত স্তুতি করে—শুনিতে পাই । কহু ক্ষমা কর, কতু যেন তারে চরণে ঠেলিয়া চলে যাও দূরে, হায়রে । তাহার হৃদয় বিদরে নেহীরে যখন—জানকী নাই । অক্ষেপে যদি সে সিন্ধুজলে পশে, সিন্ধু শুকাইয়া যায় তার ত্রাসে, অগ্নি কুণ্ডে গেলে মরণের আশে, অনল শঙ্কায় শীতল হয় । মমতা তাহার থাকে না জীবনে, সৌধ সহ লক্ষ ঘুরে যেন শূন্যে, বিশ্ব যেন শূন্য তাহার নয়নে, সিন্ধু ওঁীর চক্ষে অনলময় । কিছুক্ষণ পরে হৃদয়ে আবার হয় আশারাপ জলন্ধু সঞ্চার, আবার বরষে নক্টামধার, আবার জীবনে জনমে মায়া । দেখ তব প্রতি কত স্নেহ তাব,