পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やや2 কল্পক্রম | লেন। তাহারা আহারাদি করিয়া অপরাহ্লে খসরুবাগ দেখিতে যান। উপস্থিত হইয়া বরুণ কহিলেন “ দেখুন পিতামহ, এই উদ্যানট সম্রাট-পুত্র খসরু নিৰ্ম্মাণ করিয়াছিলেন। উদ্যানের চতুৰ্দ্দিকে যে অতু্যচ্চ প্রাচীর দেখিতেছেন উহা এলাহাবাদের কেল্লা নিৰ্ম্মাণ হইলে যে দ্রব্য সামগ্রী অবশিষ্ট থাকে তাহা দ্বারায় নিৰ্ম্মিত। ” - দেবগণ একট বৃহৎ ফটক দিয়া ভিতরে প্রবেশ করিলেন এবং প্রশস্ত ও পরিস্কৃত রাস্তা দিয়া চলিলেন । যাইতে যাইতে ইন্দ্ৰ কহিলেন “ বরুণ দেখা যাচ্চে ও ফুটো কি ? বরুণ। ও দুইটী পুরাতন মসজিদ। ও দিকে দেখ মাটর মধ্যে একটা গৃহ। এই উদ্যানে এমন চমৎকার চমৎকার বৃক্ষ লতা আছে যে আমি তৎসমুদয়ের নাম জানি না। ওদিকে সরাই, ঐ সরায়ে এসে যাত্ৰীগণ বাসা" করিয়ী থাকে। সরায়ের সন্নিকটে একটী কূপ ও তাহার মধ্যে নামিবার দিড়ি ज्रोटझ् । দেবগণ খস ক্লবাগ হইতে যুম মসজিদ দেখিয়া প্রত্যাগমন করিতেছেন এমন সময়ে পথিমধ্যে র্তাহারা পূৰ্ব্ব পরিচিত বাঙ্গালী যুবাকে (যিনি পাদরী সাহেবকে পরাস্ত করেন) দেখিতে পান। পিতামহ দ্রুতপদে যাইয়। যুবার হস্ত, ধারণ করিয়া কহিলে, “ শোন বাবুজী, সেদিন তোমার বিচার দেখে বড় খুলী হইচ, এত কথা শিখলে কোথায় ?” * যুবা । আঙ্কে, আমার বাইবেল খান একরূপ পড়া ছিল । । যুবাৰু হস্ত পরিত্যাগ করিয়া পদ্মযোনী কহিলেন “ তুমি কি খ্ৰীষ্টান ? ” * যুব, আঙ্কে, আমি খ্ৰীষ্টান নহি, তবে অবস্থা মন্দ বলিয়া বিদ্যা-শিক্ষার কোন উপায় না থাকায় কালনার মিসনরি স্কুলে পড়ে ছিলাম । পুনরায় হস্ত ধরিয়া ব্ৰহ্ম কছিলেন " তারা কি বেতন লইত না ? ” যুবা । আজ্ঞে, ভবিষ্যতে খ্ৰীষ্টান হব ভেবে তাহার বিনা বেতনেই বিদ্যা শিক্ষা দিত। কিন্তু আমি আমার কাজ হাসিল করে পালিয়ে আসি । ব্ৰহ্মা। বাইবেল স্পর্শে তোমার পাপ হয়েচে যে ? যুৰা । আজ্ঞে, দু বেলা প্রয়াগের জল খাচ্চি এতেও কি আমার পাপ যায় নাই ? ് ব্ৰহ্মা। বেস রেস ভূঞ্জি শেয়ালে ফাকী শিখেচ ? তোমার নাম কি ? যুবা । প্রনিশিকান্ত মেজী -