পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিদ্ধারের মেলা ৬৭১ বরুণ বুঝতে পালে না ?—বাবু একটা বেশ্য রাশিয়াছেন। সেই বেশ্য বাবুর নিকট হাজার টাকা মূল্যের এক জোড়া শাল চায়। কিন্তু বাবু পাঁচ শত টাকা মূল্যের এক জোড়া শাল খরিদ করিয়া দেওয়ায় সে রাগাম্বিত৷ হইয়। শালখন খণ্ড খণ্ড করিয়া ফেরত দিয়াছে। যে ব্যক্তি ফেরত লইয়া আসিল, উনি বাবুর মোসাহেব। 象 ব্ৰহ্মা। বরুণ ! কুলাঙ্গারদের ঢোল বাজায়ে বাড়ী ঘর বেচে নিচ্চে দেখেও কি চক্ষু ফুটে না !! এখান হইতে বরণ দেবগণকে দক্ষিণ দিকের ঘাটের চাদনীর নিকট লইয়া গেলেন এবং কছিলেন “ এই চাদনীটী তিন তালা । ইহার গৃহগুলি অতি সুন্দর রূপে সাজান আছে । একটা গৃহে ১০৮ ডালের একটা ঝাড় ছিল। ঋড়টা বজ্রাঘাতে ভাঙ্গিয়া গিয়াছে । কোন বিদেশীয় রাজা কিম্বা সন্ত্রান্ত ইংরাজ বদ্ধমান ভ্রমণে আসিলে মহারাজ তাহাদিগকে অতি সমাদরের সহিত এই স্থানে বাসা দিয়া থাকেন । এই বৈঠকখানাট ও বাগানটীতে রাজার অনেক গুলি চাকর প্রতিপালন হইতেছে। শ্রীপঞ্চমীর সময় এবং মহারাজ ও মহারাণীর জন্মতিথি পুজা ( সালগিরা ) উপলক্ষে এই কৃষ্ণসায়েরের তীরে অনেক টাকার বাঙ্গী পুড়ে । ইন্দ্র । এই বৈঠকখানা গৃহ দেখিবার হুকুম আছে ? বরুণ। হ্যা, চল তোমাদিকে দেখাইয়া আনি। বরুণ “ দেখাইয়া আনি “ বলিতে না বলিতে, উপ সৰ্ব্বাগ্রে সিড়ি ভাঙ্গিয়া উপরে উঠিল এবং সে দ্রুতপদে “ উপরে রাজা দাড়াইয়া আছেন - এই সংবাদ দিতে আসিতে না আসিতে দেবগণ সেই স্থানে উপস্থিত হইয়া সম্মুখে রাঙ্গকে দেখিয় স্তম্ভিত হইয়া দাড়াইয়া রছিলেন। হরিদ্বারের মেলা । হিমগিরিরাজ ! তোমার প্রিয়কুমারী কোথায় যে ছুটয়া চলিলেন, তুমি অচল,দৌড়িয়া ধরিতে পাৰ্বিৰে না ত! যান—যদি ধরিতে পার তবু ধরিও না। র্তার আগমনে যদি পাপ কলঙ্কিত মৰ্ত্তোর উপকার হয়, তবে জননীকে আসিতে দাও। তার পরশে যদি ভূমণ্ডল পবিত্র হয়, পতিতপাবনী তবে একবার তামুন ।