পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१० কল্পদ্রুম । । দেখতে পাইনে যে “ আমি দোয়ারেরা গান ভেবে নাচতে নাচতে ধরে ফেল্পেঅ ! মলে, দেখতে পাইনে যে। " পদো অমনি বলে “ মর বেটার কল্লি কি ? " দোয়ারের পরের চরণ ভেবে ধলে—“ মর বেটার করি কি ? " . বাবুরা এই সমস্ত দেখে এক একজনকে ধরে আগা পাচতলা মারেন। পদো এবং ২। ১ জন কোন প্রকারে পালিয়ে আসে। পদে বাড়ী এলে গ্রাম শুদ্ধ ছেলে বুড়ে একত্র হয়ে ক্ষেপাতে থাকে। কেহ বলে “ হঁ্যাগ পদোর মা, তোমাদের বাড়ীতে নাকি হাতিতে মল মুত্র ত্যাগ করে গিয়েচে ? " কেহ বলে “ পদোর মা, এবার হয় ত তোকেই হাতিতে উঠতে হবে - এইরূপ ব্যঙ্গ করাতে ইহারা ত্যক্ত বিরক্ত হয়ে রজনীযোগে বাড়ীঘর ফেলে প্রয়াগে এসে মুদি থানার দোকান খুলে বাস করিতেছে। “ পদের জীবনচরিত মন্দ নয় “ ৰলিয়া সকলে ষ্ট্রেষণে যাইয়া দেখেন টিকিটণদবার বিলম্ব আছে । ব্ৰহ্মা কহিলেন “ বরুণ, এলাহাবাদের সংক্ষিপ্ত বিবরণ বল । * - বরুণ। এলাহাবাদ অতি প্রাচীন কালের বৃহৎ নগর। এখানে বাদসাহী মণ্ডাই, রাণীমণ্ডাই, সাগঞ্জ, কর্ণেলগঞ্জ, কীটগঞ্জ, মুটীগঞ্জ প্রভৃষ্টি অনেক গুলি পল্লী আছে। এখানে অনেক বাঙ্গালী বিষয়কৰ্ম্ম উপলক্ষে অসিা বাস । করিয়া থাকেন। রাস্তাঘাট বেশ পরিষ্কার ও প্রশস্ত। এখানকার জলবায়ু স্বাস্থ্যকর। মাঘ মেলার সময় এখানে দূরদেশ হইতে অনেক সাধু মান্ত ও যাত্রী উপস্থিত হইয়া থাকে। ঐ সময়ে অনেক রাজা রাজ ড়া ও ধনী আসিয়া মেলায় যোগ দান করেন। মেলার সময় এখানে দ্রব্যাদি অত্যন্ত মহার্ঘ্য श्य }. এই সময় টিকিট দিবার ঘণ্ট। দিল। দেবগণ মির পুরের টিকিট লইয়। টেপে উঠিলেন। - মিরজাপুর। ষ্টেষণে নামিয়া দেৰ তার একটি প্রস্তরনিৰ্ম্মিত কেল্লার নিকট দিয়া চকের মধ্যে যাইর উপস্থিত হইলেন এবং অসংখ্য দোকান দেসিয়া সকলে স্নানার্থ জাতুৰী অভিমুখে চলিলেন । ভাগীরথী তীরে উপস্থিত হইয়া দেখেন অনেক গুলি প্রস্তরনিৰ্ম্মিত বাধা ঘাট রহিয়াছে। জলে অসংখ্য তরী ভাসিতেছে । তরিগুলির মধ্যে কোন খানির উপর মুসলমান মাঙ্গীর বসিয়া সানধিতে ভাত খাইতেছে। কোন থামিতে “ কড় কড় ” শব্দে পাইল তুলিতেছে।