কল্পঙ্কম । ه پراوV g श्रांनिब्रा अङिषांउ कब्रिज । ये (१) छल विन्नूद्र छछूकिं८क छल, निरब्र७ জল, কেবলু উপরিভাগ শূন্য আছে। স্বতরাং (ক) জল বিন্দুর অঙ্গে ঠেলিয়া ধরিলে, (খ) জল বিন্দুর কোন পার্শ্বে যাইবার স্থান নাই, নিয়েও ब्राहेबांब झाम नाहै, अश्रडा डेश खैश्रब्रिडॉरश डेक्क श्हेग्रा खेळ। उांशहे চেউ এবং উহা স্কুরিত আবেগ ভিন্ন আর কিছুই নহে। (ক) বিন্দুতে বিলক্ষণ জোরে আঘাত লাগিলে উহার প্রতিঘাতবেগ ক্রমান্বয়ে একটার পর আরটাস্তে আসিয়া লাগিতে থাকে , সুতরাং ঐ তরঙ্গ ও প্রথমে (খ ) বিন্দুতে, তৎপরে, (গ) বিন্দুতে, তৎপরে (ঘ) বিন্দুতে এইরূপ ক্রমান্বয়ে উঠিতে থাকে। এখানে'পষ্ট দেখ, (ক) বিন্দুর জল ঐ আঘাতে আন্দোলিত হইয়া কখন (ণ) ৰিন্দুতে আসে না ; পরস্পরের গায়ে কেবল একটা ८बश्न अझूठूङ श् । এই তরঙ্গ বেগের আর একটা স্পষ্ট উদাহরণ স্থল দেখ । এক ছড়া মোট রুদ্রাক্ষ মালার দুই পাশ্ব ধরিয়া অল্প অল্প শিথিল করিতে করিতে যদি আকর্ষণ কয়, তবে সেই মালায় একটা তরঙ্গবেগ দেখিতে পাইবে। ঐ বেগ কর্তৃক মালার বীজগুলি স্কুরিত হইয়া একটার পর আর একটা কাপিতে কাপিতে দুলিয়া উঠিবে। তোমার হাতের নিকটস্থ বীজ স্বস্থানভ্রষ্ট হইবে ন, অথচ মালার স্বত্রসহযোগে তরঙ্গ বেগ চলিয়া যাইবে । এই প্রকার তরঙ্গ বেগ উভয় স্পর্শ ও দর্শনেজিয়ের গ্রাহ্য। এ ভিন্ন আর এক শ্রেণীর তরঙ্গগতি আছে, তাহা কেবল স্পর্শেক্রয়ের গ্রাহ্য। তবৃত্তান্ত নিয়ে লিখিত হইতেছে । ছুটী দ্রব্যে আঘাত লাগিয়া বায়ুর পরমাণুতে যে প্রতিঘাত করে, তদ্বার শব্যোৎপাদন হয়। একটা ধাতুময় পাত্রে তুমি অঙ্গুলি দ্বারা আঘাত করিলে সেই আঘাতের বেগ পাত্রের অতি সন্নিহিত বায়ুকণায় স্পর্শ করিয়া এক কণার পর আর কণাতে প্রতিঘাত করিতে লাগিল এবং তাহাতেই শব্দ শ্রুতিগোচর হয় । বুঝিয়া দেখিলে জলের তরঙ্গ এবং শব্দ একই পদার্থ। যেমন জলের এক স্থানে লোষ্ট নিক্ষেপ করিলে জল স্বস্থান হইতে সরিয়া যায় না, বায়ুকণার পক্ষে ৪ ঠিক তদনুরূপ। বায়ুর এক স্থানে আঘাত করলে তাহ অন্যত্র সরিয়া যায় না। একটা নলের এক ভাগ কিঞ্চিং ধূমে পরিপূর্ণ করিয়া অন্য ভাগে একটা প্ৰজলিত দীপ রাখ। তৎপরে ধূমপুর্ণ ছিদ্রের দিকে আঘাত করিলে দীপ নিৰ্ব্বাণ হইয়া যাইবে,
পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।