ইন্দ্ৰধনু । やb-> কিন্তু ধূম নির্গত হইবে না । ইহার তাৎপৰ্য্য এই, শব্দতরঙ্গ বায়ুকণা সহ যোগে আলোকে প্রতিঘাত করাতেই উহা নিৰ্ব্বাণ হইয়া যায়। নলটার ধূমপুর্ণ মুখে প্রতিঘাত দ্বারা বায়ু কুঞ্চিত হয়, এবং অপর মুখে প্রসারিত হইয়া পড়ে। অতএব স্পষ্ট প্রতিপন্ন হইল, বায়ুকণার প্রথমে সংকোচ s তৎপরে সম্প্রসারণ হইতেই শব্দের উৎপত্তি । বায়ুকণায় শব্দতরঙ্গ কিরূপ তেজে আঘাত করে, তাহ আর ফুট দৃষ্টাস্তে স্পষ্ট অনুমিত হইৰে । কামানের গম্ভীর শব্দ হইলে বায়ুকণায় প্রতিঘাত করিতে করিতে সেই শব্দতরঙ্গ বহু দূরে চালিত হয়। কপাটের শৃঙ্খলাদি ঝুলিয়া থাকিলে শব্দতরসর তেজে তাহা ঝন ঝন করিয়া উঠে। পাঠক ! দেখুন হাত দিয়া নাড়িলে শৃঙ্খল যেমন দুলিতে থাকে, শব্দ বেগেও ঠিক সেইরূপ হয়। দ্বিতীয় দৃষ্টান্তটা প্রতিধ্বনি । শব্দতরঙ্গ বায়ুকণায় প্রতিফলিত হইলে প্রতিধ্বনি উৎপন্ন হয় । শব্দবেগ বায়ুকণায় যে কিরূপ তেজে আঘাত করে, এতদ্বারা তাহ সহজেই অনুমান করা যায়। বধির ব্যক্তিদের দ্বারা শব্দবেগ একটী সামান্য উপায় দ্বারা পরীক্ষিত হইতে পারে । বীণা কিম্বা তদনুরূপ বাদ্যযন্ত্রের কুণি মুখমধ্যে প্রবেশ করাইয়। সেই বাদ্যযন্ত্র বাজাইলে বধির ব্যক্তি তাহার মুর শুনিতে পায় । তাহার কারণ কর্ণকুহরস্থিত পটহ বিকৃত হইলে শব্দতরঙ্গ তাছাতে প্রতিঘাত করিতে পারে না । মুখের ভিতর দিয়া সেই শব্দ তালু মধ্যে আঘাত করে ও তাঁহাতে শব্দ বোধ হয় । যাহার জন্মাবধি বধির ও বোবা, এই প্রক্রিয় দ্বারা তাহাদের অনেকে শুনিতে ও কথা কহিতে শিখিয়াছে । বিলাতের অনেক জন্মবধির বালক পেট্রের ঝিল্লির দ্বারা শব্দ শুনিতে পায়। তাহার কারখানায় কাজ করে ; ঘণ্টা বাজিলে তাহার নিনাদ পেটের জলবং পাতলা চৰ্ম্মে শব্দবেগের প্রতিঘাত হয় এবং তদ্বারা শবদ বোধ জন্মে । জলের তরঙ্গ এবং শব্দতরঙ্গ ভিন্ন অণর একটা তরঙ্গ নিয়ত আমরা চক্ষের উপর দেখিতেছি । সেটা অলোক তরঙ্গ । বলিতে পার সুর্য্যরশ্মি কি প্রণালীতে আমাদের নিকটবৰ্ত্তী হইতেছে ? দিনমণি পৃথিবীমণ্ডল হইতে অনুনি ৯৫০০০০০০ মাইল অন্তরে অবস্থিত। নভোমণ্ডলে স্বৰ্য্য এবং অন্যান্য যতগুলি জ্যোতিৰ্ম্ময় গ্রহ নক্ষত্র আছে, আকাশে প্রকাশমান হইলেই তদণ্ডে ভtহাদের কিরণ ভূলোকের দৃষ্টিগোচর হয় না। ছালোকে সমস্ত গ্রহ উপগ্রহ তারক ও নক্ষত্র নিরবচ্ছিন্ন ঘুরিতেছে। বর্তমান অবস্থায় জ্যোতিৰ্ব্বিদ্যার 嘲 . ) ويسرا(
পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।