পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৭০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুদিগের বহির্বাণিজ্য । \సిసి 't না । সুখের বিষয় উচ্চ বিদ্যার প্রভাবে অনেকে বিশ্বাস কি পদার্থ তাহ। হৃদয়ঙ্গম করিতে পারিতেছেন । • দেশের উন্নতি করিতে হইলে বিশ্বাস ও যেমন আবশ্যক করে, সহমুভূতির ও সেইরূপ আবশ্যকতা আছে। সত্য কথা বলিতে কি, আমাদ্ধের অনেকের হৃদয়ে স্বজাতির প্রতি সহানুভূতি নাই। বিজাতীয় সহানুভূতিতে অনেকের হৃদয় পরিপূর্ণ। এটা আমাদের দেশীয় ব্যবসায়িগণের ব্যবসায়ের অবনতির একটি মুখ্য কারণ। আমরা বিজাতীয় আচার, ব্যবহার রীতি নীতি এবং ব্যবসায়াদির প্রতি মনোযোগ দিব ; তথাপি দেশীয় শিল্পী ও ব্যবসায়িগণের প্রতি দৃকপাতও করিব না। এজন্য দেশীয় শিল্প ব্যবসায়াদি ক্ৰমে ক্রমে অন্তহিত হইতে চলিল। শিল্পী ও ব্যবসায়ীদিগের অন্নসংস্থান হওয়া ভার হইয়া পড়িয়াছে। দেশীয় তত্ত্ববায়গণের অবস্থাই ইহার প্রমাণ স্থল ৷ কি ক্ষোভ ও বিস্ময়ের বিষয়, যে দেশে বহুতর তত্ত্ববায় অাছে এবং বহু পরিমাণে যেখানে কাপাস উৎপন্ন হয় ও যেখানে বহুতর বস্ত্রের নিত্য প্রয়োজন, সেই দেশের লোকের চক্ষু থাকিতেও অন্ধ, উপায় থাকিতেও চিরদরিদ্র । আমাদের দেশে আমাদের ব্যবহারোপযোগী কোন দ্রব্য নাই ? সকল দ্রবাই ত আছে । কিন্তু আমরা তাহ চিনিব না, জানিব না, জানিলেও সংগ্ৰহ করিব না ! যত ক্ষণে কেহ আসিয়া প্রভূত লাভ না লইয়া আমাদিগকে তৎসমুদায় দিবেন, ততক্ষণ আমরা তৎসমুদায় আহলাদে লইতে সম্মত হইব না । আহারের সময় গৃহিণী মংস্যের কাটা বাছিয়া মুখে অন্ন তুলিয়া দিলেই আমাদের ন্যায় আলস্যপরতন্ত্র ব্যক্তিগণের ভাল হয়। বিচারজ্ঞ পাঠক ! বলুন দেখি, আমরা সকলে মিলিত হইয়! যদি আমাদের ব্যবহারোপযোগী আপনারাই প্রস্তুত করিয়া লইয়া তাহার ব্যবসায় করি, তবে তাহাতে লাভ হইতে পারে কি না ? সে লাভ কি প্রার্থনীয় নহে ? উপসংহারে সর্বসাধারণকে বিশেষতঃ ধনী ব্যক্তিগণকে স্মরণ করিয়া দিই ও উপরোধ করি, যাহাতে র্তাহার। স্বাধীন ব্যবসায়দি করিয়া নিজের উন্নতির সঙ্গে সঙ্গে ত:হাদের প্রতিবাসিগণকে প্রতিপালন করিতে পারেন, অর্থের প্রচুরতা হইয়া যাহাঁতে দেশের উন্নতি হয়, কায়মনোবাক্যে তাঙ্গার উপায় অমুসন্ধান করুন । কতকাল প্রমোদশয্যায় থাকিয়া সম্মুখে শত শত দীন দুঃখীর দুরবস্থা দেখিযা আর নিদ্রা যাইবেন ? 龄,° ঐবিছারিলল চট্টোপাধ্যায়-ভাগলপুর ।