পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৭২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ।. 이 উপ। বরুণ কাকা! আমার ত আর চাকরী বাকরী হলো না,ইচ্ছা করে বৰ্দ্ধমানের রাজার মোসাহেবী করি। মোসাহেবদের মাইনে কত ? বরুণ 鬱 কাকা বিল না, মাইনে কত ? এখান হইতে দেবগণ নগরের মধ্যে প্রবেশ করিলেন । সকলে রাজার গোলাবাটীর নিকটে উপস্থিত হইয়া দেখেন, অসংখ্য দীন দুঃখিকে অকাতরে চাউল, লবণ ইত্যাদি বিচরণ করা হইতেছে । তাহারা রাজার দানের প্রশংসা করিতে করিতে অশ্বশালার নিকটে যাইয়া দেখেন, ৩• ৪০ টী সুন্দর সুন্দর অশ্ব বিরাজ করিতেছে! সহিসেরা তাহাদের গাত্রে হস্ত बूलाईब्रा निष्ठरछ । 鐵 蠍 • উপ। আহা ! রাজার ছোড়া হওয়াতেও সুখ আছে। 纂 臀; এখান হইতে সকলে গাড়িরঞ্জাস্তাবলের নিকট উপস্থিত হইয়া দেখেন, অনেকগুলি গাড়ি রহিয়াছে। এই সময় আস্তাবলের ছাদ হইতে “ চং ঢং " " শব্দে নয়টা বাঞ্জিল । ইহার পর দেবগণ রাজপ্রাসাদের সন্নিকটে উপস্থিত হইয়া সবিস্ময়ে চাহিতে লাগিলেন। বরুণ। পিতামহ! এই রাজপ্রাসাদ। বাড়িটা সৰ্ব্বসমেত ঠিন তালা। ইহার এক একটা গৃহ এমন মুন্দরন্ধপে সাজান আছে যে, স্বরলোকে আপ নারা তেমন দেখিয়াছেন কি না সন্দেহ । शेख । शृश्४शि cनशिtउ श्रां७ब्रां शाग्न ना ? “ চল না " বলিয়া বরুণ দেবগণসহ প্রাসাদের মধ্যে প্রবেশ করিলেন । সকলে প্রস্তর নিৰ্ম্মিত জলে ঢেউখেলানো মেজের উপর উপস্থিত श्रेया अप्ण आप्झ्न, कि श्रल श्राप्झ्न विश्ठ श्हेत्णन । शृङ्गैँच्न झलूদিকে বৃহদাকার আয়ুন সকল এরূপ ভাবে সংস্থাপিত আছে যে, তাহার। দ্বার ভ্রমে বহির্গত হইতে যাইয়া ঘন ঘন আঘাত প্রাপ্ত হইতে লাগিলীেন এবং প্রত্যেকে প্রত্যেকের প্রতিবিম্ব আয়না মধ্যে দেখিয়া, কে কোন গৃহে আছেন স্থির করিতে ন পারিয়া পরম্পরে পরস্পরকে ডাকিতে লাগিলেন । এইরূপে দেবগণ প্রত্যেক গৃহ দেখিয় বেড়াইতে লাগিলেন। গৃহগুলিতে বৰ্দ্ধমান রাজবংশের আদিপুরুষগণের এবং কুলিকাতার অনেক স্বপ্রসিদ্ধ ব্যক্তির প্রতিমূৰ্ত্তি থাকাতে পিতামহ বরুণকে জিজ্ঞাস করিতে লাগিলেন “ এ কাহার চেহারা ? ” “ ও কাহার চেহারা ? * , * ५१fन श्रेंtऊ दश्र्शिठ श्हें★| ट्रेक कश्tिर्णन, वङ्ग* तृ६भारनग्न ब्लॉअংশের মাদিপুরুষ কে ?