পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন । Գ(: আছে এবং ইংরাজ পটতে অসংখ্য ইংরাজ বাস করিয়া থাকে। রাজ প্রতিনিধি করণগুয়ালিসের ঐ স্থানে মৃত্যু হয়। র্তাহার প্রস্তর নিৰ্ম্মিত কবর অদ্যপি বর্তমান আছে। গাজিপুরে অসংখ্য গোলাব ফুলের বাগান আছে। লোকে কৌশলে পুষ্প হইতে সৌগন্ধ বাহির করিয়া গোলাব জল ও গোলাবী আতর প্রস্তুত করে। গাজিপুরের ন্যায় গোলাবজল ও আন্তর পৃথিবীর कूछा*ि @iछङ श्ञ नां । t নারায়ণ। একটু পেলে গোপে দিতাম। বরুণ। চল কলকাতায় কিনে দেব । গাজিপুরে অসংখ্য চিনির কুঠী আছে। কলে শ্বেত বর্ণের চিনি প্রসব করিয়া এমন স্তুপাকার করিয়া রাপি য়াছে যে দেখিলে সমুদ্র তীরস্থ বলিয়ারির ধাধ বলিয়া বিষ্ময় জন্মে। মনুষের আলস্য আছে বিশ্রাম আছে এবং ক্ষুধা তৃণা আছে কিন্তু ৰাষ্পীয় শকটের কোন বালাই নাই সে অবিশ্রান্ত উদ্ধশ্বাসে ছুটিতে লাগিল । এবং কয়েকট ষ্ট্রেমণ পশ্চাতে ফেলিয়া নকসারে অসিয়া দখা দিল । ইন্দ্র। বরুণ, এ সুন্দর ষ্টেধর্ণটার নাম কি ? বরুণ । এ স্থানের নাম বক্সার । বক্সারের কেল্লা বড় বিখ্যাত । এস্থানে ; অনেক গুলি যুদ্ধ হয়। বকস{:রর দ্বি রীর যুদ্ধে যে সন্ধি হয় তাহাতে সম্রাট সা আলম কোরা, এলাহাবাদ ও দোয়াব, স্বজাউদ্দৌলা অযোধ্য এবং ইংরা. জের বঙ্গ, বেহার উড়িল প্রাপ্ত হন। এখানে নবাক কাসীম আলি খার বাসস্থানের ধ্বংসাবশেষ অদাপি দেখিতে পাওয়া যায়। এই স্থানেই বিশ্বr. মিত্রের তপোবন ছিল । শ্ৰীমন্ত্ৰ হরপ্যু ভঙ্গ করিয়া সীতা দেবীর গনিগ্রহণ করিতে যাইবার সময় ঐ তপোবনে বাস করেন। পরে এখনি হুইতে মিথিলা যাইবার কালে পথি মধ্যে ছাপবার সন্নিকটে গৌতুমের তপোবনে উপস্থিত হইলে উক্ত ঋষিপত্নী অহল্যা তাহার পাদম্পর্শে পাষাণ দেহ পরি. ত্যাগ করিয়া মমুষ্য দেহ প্রাপ্ত হন। ব্ৰহ্ম। গোড়ম ভাৰ্য্যর শাখাণী হইবার কারণ কি ? দেবরাজ এই কথা শ্রবণে বরণের গা টিপিয়া এবং চক্ষু দ্বারায় ইতি করিয়া জানাইলেন চেপে যাও । কিন্তু নারায়ণ বারন্থার জেদ করিয়া বলিতে লাগিলেন “ যদি না বল ত বড় দিবি, কেন ? আমার সময় যে তোমার মুখ দিয়ে খৈ ফুটে । ” ব্ৰহ্ম । বরুণ, কি কারণে অহল্য পাষাণী হন ?